shono
Advertisement
Canada

জয়শংকরের মন্তব্যের সম্প্রচার করে কানাডায় নিষিদ্ধ অজি সংবাদমাধ্যম? সত্যিটা কী?

অজি সংবাদমাধ্যম নিয়ে কী বলেছে কানাডা?
Published By: Anwesha AdhikaryPosted: 03:08 PM Dec 02, 2024Updated: 03:08 PM Dec 02, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এস জয়শংকরের সাংবাদিক সম্মেলন সম্প্রচার করা অস্ট্রেলিয়ার একটি চ্যানেলকে নিষিদ্ধ করে দিয়েছে কানাডা। গত মাসে এমনটাই দাবি করেছিল এক অজি সংবাদমাধ্যম। কিন্তু পরে কানাডার তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, প্রশাসনের তরফে এমন কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি। জয়শংকরের সাক্ষাৎকার এবং সংশ্লিষ্ট অজি চ্যানেল- দুটোই কানাডায় চলতে পারে বলে জানানো হয় সেদেশের তরফে।

Advertisement

নভেম্বর মাসে অস্ট্রেলিয়া সফরে গিয়ে অজি বিদেশমন্ত্রী পেনি ওংয়ের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলন করেন জয়শংকর। সিডনিতে আয়োজিত এই সাংবাদিক সম্মেলন সম্প্রচারিত হয় অস্ট্রেলিয়া টুডে নামে একটি চ্যানেলে। অস্ট্রেলিয়ার প্রবাসী ভারতীয়দের মধ্যে এই চ্যানেলটি খুবই জনপ্রিয়। ওই চ্যানেলেই ভারত-কানাডা দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন নিয়ে মন্তব্য করেন ভারতীয় বিদেশমন্ত্রী। তার পরেই আরেকটি অজি সংবাদমাধ্যম দাবি করে, জয়শংকরের সাক্ষাৎকার সম্প্রচারিত হওয়ার পরেই অস্ট্রেলিয়া টুডেকে নিষিদ্ধ করেছে কানাডা। তাদের সোশাল মিডিয়ার উপরেও কোপ বসিয়েছে জাস্টিন ট্রুডোর প্রশাসন।

এই বিষয়টি নিয়ে মুখ খোলেন ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, "আমরা অবাক হয়ে গিয়েছি। পুরো ব্যাপারটাই আমাদের কাছে খুব আশ্চর্য লেগেছে। কিন্তু এটুকুই বলতে পারি যে বাকস্বাধীনতা নিয়ে কানাডা সরকারের দ্বিচারিতা প্রকাশ পায় এই ঘটনায়।” কানাডাকে বিঁধে জয়শংকর মন্তব্য করেছেন বলেই অস্ট্রেলীয় চ্যানেল নিষিদ্ধ করা হয়েছে কানাডায়, এমনটাই ইঙ্গিত করেন তিনি।

ঘটনার দিনদুয়েক পরে অজি চ্যানেল নিষিদ্ধ করার বিষয়টি নিয়ে মুখ খোলে কানাডা প্রশাসন। সেদেশের আন্তর্জাতিক বিষয় এবং মিডিয়া রিলেশন দপ্তরের মুখপাত্র লুই কার্ল ব্রিসেট লিসেজ জানান, "অস্ট্রেলিয়া টুডে চ্যানেলকে কখনই নিষিদ্ধ করা হয়নি। ওই চ্যানেল এবং ভারত ও অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রীর মন্তব্য সম্প্রচার করতেও কানাডায় কোনও বাধা নেই।" লুই আরও জানান, মেটার কানাডা সংক্রান্ত নীতির কারণেই সোশাল মিডিয়া থেকে সরিয়ে নেওয়া হয়েছিল জয়শংকরের ওই মন্তব্যের ভিডিও। তাঁর কথায়, ২০২৩ সাল থেকে কানাডায় খবর সম্প্রচার বন্ধ করেছে মেটা।

উল্লেখ্য, একাধিক সংবাদমাধ্যমে অজি চ্যানেল নিষিদ্ধ হওয়ার খবরটি প্রকাশিত হয়। তার পরেই বুম লাইভ নামে একটি সংস্থা ফ্যাক্ট চেক করে জানায়, ওই খবরটি সঠিক নয়। জানা যায়, কানাডা প্রশাসনের 'সাফাই'য়ের ভিত্তিতেই এই কথা জানিয়েছে বুম লাইভ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নভেম্বর মাসে অস্ট্রেলিয়া সফরে গিয়ে অজি বিদেশমন্ত্রী পেনি ওংয়ের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলন করেন জয়শংকর।
  • ঘটনার দিনদুয়েক পরে অজি চ্যানেল নিষিদ্ধ করার বিষয়টি নিয়ে মুখ খোলে কানাডা প্রশাসন।
  • লুই আরও জানান, মেটার কানাডা সংক্রান্ত নীতির কারণেই সোশাল মিডিয়া থেকে সরিয়ে নেওয়া হয়েছিল জয়শংকরের ওই মন্তব্যের ভিডিও।
Advertisement