সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নজিরবিহীনভাবে আগ্নেয়াস্ত্র মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের (Joe Biden) ছেলে হান্টার বাইডেন। কিন্তু প্রেসিডেন্ট হিসাবে মেয়াদ ফুরানোর আগে ছেলেকে ক্ষমা করে দিলেন ডেমোক্র্যাট নেতা। সঙ্গে জানিয়ে দিলেন, প্রেসিডেন্টের ছেলে বলেই হান্টারের প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ করা হয়েছে। উল্লেখ্য, এর আগে একাধিকবার হোয়াইট হাউসের তরফে বলা হয়েছিল হান্টারের শাস্তি প্রসঙ্গে জো বাইডেন কোনও সিদ্ধান্ত নেবেন না।
৫৪ বছরের হান্টার ২০১৮ সালে পয়েন্ট ৩৮ রিভলবার কেনার সময় তাঁর মাদক ব্যবহারের বিষয়ে মিথ্যে তথ্য দিয়েছেন, অভিযোগ ছিল এমনই। দেখা গিয়েছিল, হান্টার দাবি করেছিলেন তিনি কখনও বেআইনি ভাবে মাদক ব্যবহার করেননি। যদিও তা সত্যি ছিল না। কিন্তু বাইডেনের ছেলের দাবি ছিল, তিনি যেহেতু সেই সময় মাদকাসক্তি থেকে বেরিয়ে আসার প্রক্রিয়ায় ছিলেন তাই ওই বন্দুক কেনার সময় আবেদনপত্রে তিনি এমনটা বলেছিলেন।
কিন্তু এই ঘটনায় চলতি বছরেই বাইডেনপুত্রকে দোষী সাব্যস্ত করে আদালত। যে সব অপরাধে তিনি দোষী সাব্যস্ত হন তাতে সর্বোচ্চ সাজা দাঁড়ায় ২৫ বছর। তবে হান্টারকে দোষী সাব্যস্ত করলেও বিচারকরা কোনও সাজা ঘোষণা করেননি। বিশেষজ্ঞদের ধারণা ছিল, খুব বেশি হলে হয়তো একবছরের জেল হতে পারে হান্টারের। কিন্তু সাজা ঘোষণার আগেই হান্টারকে ক্ষমা করে দিলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট। সঙ্গে বললেন, মার্কিন নাগরিকরা নিশ্চয়ই বুঝবেন কেন একজন বাবা এবং একজন প্রেসিডেন্ট এমন সিদ্ধান্ত নিলেন। উল্লেখ্য, কর ফাঁকি মামলায় নিজের দোষ স্বীকার করেছিলেন বাইডেনপুত্র। সেখানেও সাজা ঘোষণার আগেই হান্টারকে ক্ষমা করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
হোয়াইট হাউসের জারি করা বাইডেনের বিবৃতিতে বলা হয়েছে, "হান্টারকে ক্ষমা করে আজ আমি নথিপত্রে সই করলাম। যদিও প্রেসিডেন্ট পদে বসার পরেই জানিয়েছিলাম যে বিচার বিভাগের কোনও কাজে হস্তক্ষেপ করব না। চোখের সামনে দেখেছি, আমার ছেলেকে অন্যায়ভাবে দোষী সাব্যস্ত করা হচ্ছে। তাও নিজের অবস্থান থেকে সরে আসিনি। শুধু আমার ছেলে বলেই হান্টারের বিরুদ্ধে পক্ষপাতিত্ব করা হয়েছে।" বাইডেনের মতে, ছেলের উপরে এমন আঘাত হেনে আসলে তাঁকে দুর্বল করার চেষ্টা করা হয়েছে। তাই প্রেসিডেন্ট হিসাবে শেষবেলায় এসে নিজের অবস্থান পালটে হান্টারকে ক্ষমা করে দিলেন বাইডেন।