সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারাদিনের জন্য বন্ধ করে দেওয়া হল লন্ডনের বিখ্যাত হিথরো বিমানবন্দর। জানা গিয়েছে, শুক্রবার সকালে লন্ডনের একটি বিদ্যুৎ সরববারহ কেন্দ্রে আগুন ধরে যায়। তার জেরে কার্যত বন্ধ হয়ে যায় হিথরো বিমানবন্দরের বিদ্যুৎ পরিষেবা। ফলে বাধ্য হয়ে সারাদিনের জন্য বন্ধ রাখা হয় বিমানবন্দরের উড়ান পরিষেবা।

স্কটিশ অ্যান্ড সাদার্ন ইলেকট্রিসিটি নেটওয়ার্কের মাধ্যমের মধ্য এবং দক্ষিণ লন্ডনের বিরাট অংশে বিদ্যুৎ সরবারহ করা হয়। লন্ডনের দমকল সূত্রে খবর, শুক্রবার ভোরে ওই সংস্থার একটি সাবস্টেশনে আগুন ধরে যায়। ৭০ জন দমকলকর্মী আগুন নেভানোর কাজ শুরু করেন। অন্তত ১৫০ জনকে আগুনের গ্রাস থেকে উদ্ধার করে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিনও পাঠানো হয়।
বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আগুন লাগার ফলে আঁধারে ডুবেছে লন্ডনের বিরাট এলাকা। অন্তত ৫ হাজার বাড়িতে নেই বিদ্যুৎ সংযোগ। বিপর্যস্ত হিথরো বিমানবন্দরও। বিদ্যুতের অভাবে বিমানবন্দর পরিচালনা করা অসম্ভব। তাই বাধ্য হয়ে শুক্রবার মাঝরাত পর্যন্ত সমস্ত পরিষেবা বন্ধ রেখেছে হিথরো বিমানবন্দর। বাতিল হয়েছে অন্তত ১৩৫১টি উড়ান। একাধিক বিমান ঘুরিয়ে দেওয়া হয়েছে। ভারত থেকে লন্ডনগামী সমস্ত বিমান এদিনের জন্য বাতিল করেছে এয়ার ইন্ডিয়াও।
উল্লেখ্য, পৃথিবীর ব্যস্ততম বিমানবন্দরগুলির মধ্যে অন্যতম হিথরো। সেখানে হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করেন। তাই অনেকেই প্রশ্ন তুলছেন, এত বড় বিমানবন্দরের বিদ্যুৎ পরিষেবা কী করে একটা অগ্নিকাণ্ডের জেরে বন্ধ হয়ে যেতে পারে? অন্যদিকে, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে দাউদাউ করে জ্বলতে থাকা আগুনের ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। সেই ভিডিও শেয়ার করেছে রাশিয়ার অন্যতম জাতীয় মিডিয়া।
ব্রিটেনের পরিবহন সচিব হেইদি আলেকজান্ডার জানান, হিথরো বিমানবন্দরের সমস্ত ঘটনাবলির দিকে নজর রাখছেন তিনি। দ্রুত বিদ্যুৎ সরবরাহ শুরু করতে আপ্রাণ চেষ্টা করছে জরুরি পরিষেবার কর্মীরা। তবে পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, এখনও জানা যায়নি।