shono
Advertisement
UK govt

ব্রিটেনের নয়া বিপদ ‘হিন্দু জাতীয়তাবাদ’, তালিকায় খলিস্তানিরাও, দাবি রিপোর্টে

২০২৪ সালের আগস্টে তৈরি করা রিপোর্টে নটি চরমপন্থার তালিকা রয়েছে।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 01:45 PM Jan 30, 2025Updated: 01:45 PM Jan 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দু জাতীয়তাবাদ এবং খলিস্তানি উগ্রবাদ ব্রিটেনের এই সময়কার অন‌্যতম ‘বড় বিপদ’। সম্প্রতি সে দেশের স্বরাষ্ট্র দপ্তরের একটি গোপন নথি ফাঁস হয়ে গিয়েছে। সেখানেই হিন্দু জাতীয়তাবাদ এবং খলিস্তানি উগ্রবাদ-সহ নটি বিষয়কে ব্রিটেনের ক্রমবর্ধমান বিপদ হিসাবে উল্লেখ করা হয়েছে। 

Advertisement

সংবাদ সংস্থা সূত্রে খবর, ২০২৪ সালের আগস্টে ব্রিটেনের স্বরাষ্ট্র সচিব ইভেট কুপার এই কমিটি গঠন করেছিলেন। সেই কমিটির রিপোর্টে বলা হয়েছে যে ‘হিন্দু জাতীয়তাবাদী উগ্রবাদ একটি চরমপন্থী মতাদর্শ’। তাছাড়াও রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে ব্রিটেনের জন্য উদীয়মান বিপদগুলোর মধ্যে অন‌্যতম উল্লেখযোগ্য হল খালিস্তানি উগ্রবাদ। প্রসঙ্গত, স্বরাষ্ট্র দপ্তরের প্রতিবেদনে প্রথমবারের মতো ‘হিন্দু জাতীয়তাবাদী উগ্রবাদ’ এবং হিন্দুত্বকে উদ্বেগের মতাদর্শ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। ২০২২ সালে লেস্টারে দাঙ্গার পর ‘হিন্দু জাতীয়তাবাদী উগ্রবাদ’কে বিপদ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ওই বছর ২৮ আগস্ট ভারত-পাকিস্তান এশিয়া কাপ ম্যাচের পর ব্রিটিশ হিন্দু এবং দক্ষিণ এশীয় বংশোদ্ভূত ব্রিটিশ মুসলিমদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এরপর ২০২৪ সালের আগস্টে তৈরি করা রিপোর্টে নটি চরমপন্থার তালিকা রয়েছে। যা ব্রিটেনের মোকাবিলা এবং প্রতিরোধ করা প্রয়োজন বলে জানানো হয়েছে। উল্লেখ‌্য, বিবিসির একটি প্রতিবেদন অনুসারে, এর মধ্যে রয়েছে–ইসলামপন্থী, চরম ডানপন্থী, চরম নারী বিদ্বেষী, খালিস্তানপন্থী চরমপন্থা, হিন্দু জাতীয়তাবাদী চরমপন্থা, পরিবেশগত চরমপন্থা, বামপন্থী, নৈরাজ্যবাদী এবং একক ইস্যুতে চরমপন্থা, সহিংসতার মোহ এবং ষড়যন্ত্র তত্ত্ব। রিপোর্টে বলা হয়েছে যে খালিস্তান সমর্থনকারী লোকেরা যখন এই উদ্দেশ্যে সহিংসতা প্রচার করে তখন তা উদ্বেগের বিষয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হিন্দু জাতীয়তাবাদ এবং খলিস্তানি উগ্রবাদ ব্রিটেনের এই সময়কার অন‌্যতম ‘বড় বিপদ’।
  • সম্প্রতি সে দেশের স্বরাষ্ট্র দপ্তরের একটি গোপন নথি ফাঁস হয়ে গিয়েছে।
  • হিন্দু জাতীয়তাবাদ এবং খলিস্তানি উগ্রবাদ-সহ নটি বিষয়কে ব্রিটেনের ক্রমবর্ধমান বিপদ হিসাবে উল্লেখ করা হয়েছে। 
Advertisement