সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পোড়া বারুদের গন্ধে আকাশ ভারী। চারদিকে ধ্বংসস্তূপ। স্বজনহারার কান্না। হাসপাতালে উপচে পড়ছে মৃতদেহ। একটু জল আর খাবারের জন্য হাহাকার করছে ছোট ছোট শিশুরা। গাজার এই ধবংসাত্মক ছবি দেখেই মন ভারাক্রান্ত বিশ্বের। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা দখল করে নেওয়ার পর এই চিত্রই আমূল বদলে। হাওয়ায় উড়বে টাকা। মায়াবি রাত নামবে 'অভিশপ্ত' গাজার বুকে। এমনই এক অদ্ভুত ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট।

কৃত্রিম মেধার দ্বারা তৈরি নানা ছবিই এখন অসম্ভবকে সম্ভব করে তুলছে। মৃত মানুষকে বাঁচিয়ে তুলছে, মরুভূমির বুকে নামিয়ে আনছে মুষুলধারায় বৃষ্টি। এই এআইয়ের কামালেই 'মৃত্যু উপত্যকা' গাজা হয়ে উঠেছে 'মায়ানগরী'। দ্বিতীয়বার আমেরিকার ক্ষমতা দখলের পর ট্রাম্প বলেছিলেন, গাজা দখল করে নেবে আমেরিকা। গাজা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানকার বাসিন্দাদের অন্যত্র পাঠিয়ে দেওয়া হবে। তারপর ফের একবার তাঁকে বলতে শোনা যায়, গাজা কিনতে হবে না, এমনিই নিয়ে নেবে আমেরিকা। ওখানে তো কেনার মতো আর কিছুই নেই।
এবার এআইয়ের সাহায্য নিয়ে ভবিষ্যতের গাজার ছবি দেখালেন ট্রাম্প। তাঁর শেয়ার করা ভিডিওতে দেখা গিয়েছে, ২০২৫-এ ছোট ছোট শিশুদের মাথায় বন্দুক ঠেকিয়ে রেখেছে জেহাদিরা। চারদিকে বাসিন্দারা পালাচ্ছেন। বড় বড় বাড়ি, আবাসন সব ভেঙে পড়েছে। এরপরই দেখা যাচ্ছে, সমুদ্রের ধারের এক মায়ানগরী। যেখানে হাওয়ায় উড়ছে টাকা। ছোট ছোট ছেলেমেয়েরা আনন্দ করছে, খেলছে। বড় বড় রেস্তরাঁয় উপচে পড়ছে ভিড়। টাকা ওড়াচ্ছেন খোদ ধনকুবের এলন মাস্ক। টেসলা কর্তার সঙ্গে আনন্দে মেতেছে আম জনতা। তবে এই ভিডিওতে সবচেয়ে নজরকারা অবতারা রয়েছেন ট্রাম্প। সারি দিয়ে দাঁড়ানো তাল গাছের মাঝে রয়েছে মার্কিন প্রেসিডেন্টের বড় সোনার মূর্তি। শুধু তাই নয়, রয়েছে একটি বিলাসবহুল বাড়ি। যার সামনে লেখা 'ট্রাম্প গাজা'। বিভিন্ন দোকানেও বিক্রি হচ্ছে ট্রাম্পের সোনার মূর্তি। আর ভিডিও-র শেষে দেখা যাচ্ছে, সমুদ্রের ধারে সুইম স্যুটে রোদ পোহাচ্ছেন ট্রাম্প ও ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
ট্রাম্পের শেয়ার করা এই ভিডিও প্রকাশ্যে আসতে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। বিশ্লেষকরা বলছেন, 'নতুন' গাজার বিলাসবহুল জীবনযাত্রা দেখে মনে হচ্ছে, তিনি মধ্যপ্রাচ্যের এই অঞ্চলকে আরেক আমেরিকা হিসাবে গড়ে তুলতে চাইছেন। ইজরায়েলের রক্তক্ষয়ী অভিযানে যারা প্রাণ হারিয়েছে, তার একটা বড় অংশ নিষ্পাপ শিশুরা। ঘরছাড়া লক্ষ লক্ষ প্যালেস্তিনীয়। কিন্তু এআই নির্মিত 'নতুন' গাজায় তাঁদেরই কোনও জায়গা নেই। ফলে প্রশ্ন উঠছে, এই ভিডিও দিয়ে কী বার্তা দিতে চাইছেন ট্রাম্প? আগামী দিনে 'মৃত্যুপুরী' গাজার কী রূপ নেয় সেদিকেই নজর থাকবে আন্তর্জাতিক মহলের।