সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইরানে আপাতত লাগু হচ্ছে না বিতর্কিত হিজাব আইন! বছর দুয়েক আগে ঠিকমতো হিজাব না পরার অপরাধে নীতি পুলিশের মারে ইরানে মৃত্যু হয়েছিল কুর্দ তরুণী মাহসা আমিনির। মর্মান্তিক ঘটনার প্রতিবাদে গর্জে উঠেছিল গোটা দেশ। শুরু হয়েছিল হিজাব বিদ্রোহ। যা নাড়িয়ে দিয়েছিল ইসলামিক দেশটির ‘মোল্লাতন্ত্র’কে। তীব্রতা কমলেও তারপর থেকে জারি রয়েছে হিজাববিরোধী আন্দোলন। প্রশ্ন উঠছে, নাগরিকদের প্রতিবাদ ও আন্তর্জাতিক মহলের চাপেই কি পিছু হঠছে ইরানের প্রশাসন? নাকি সংস্কারপন্থী প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের ছোঁয়ায় 'খোলা হাওয়া' বইছে ইরানে?
জানা গিয়েছে, আইনটি গত শুক্রবার কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলায় সরকার। প্রস্তাবিত আইনে বলা ছিল, মহিলাদের কঠোরভাবে হিজাব বিধি মেনে চলতে হবে। সব সময় মাথার চুল, কাঁধ ও পা ঢেকে রাখতে হবে। যদি এই নিয়ম কেউ না মানে তাহলে নেমে আসবে শাস্তির খাঁড়া। জরিমানা থেকে শুরু করে সর্বোচ্চ সাজা হিসাবে ১৫ বছরের কারাবাস হতে পারে। এই আইনের খবর প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় ওঠে। ইরানিদের পাশাপাশি এই হিজাব আইনের বিরুদ্ধে রুখে দাঁড়ায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো একাধিক মানবাধিকার সংগঠনও। এরপরই মত বদলায় প্রশাসন।
সূত্রের খবর, এই আইন নিয়ে পর্যালোচনা করার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট পেজেস্কিয়ান। সব দিক খতিয়ে দেখে আইনে বেশ কিছু সংস্কার করা হবে বলেও জানান তিনি। বলে রাখা ভালো, কপ্টার দুর্ঘটনায় ইব্রাহিম রাইসির মৃত্যুর পর নির্বাচন জিতে ইরানের মসনদে বসেন সংস্কারপন্থী হিসাবে পরিচিত পেজেস্কিয়ান। প্রেসিডেন্ট হওয়ার পর তিনি হিজাব পরার কঠোর নিয়মের সমালোচনা করেছিলেন এবং ব্যক্তিগত স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু বিশ্লেষকদের মতে, ইরানের ‘সর্বশক্তিমান’ সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেইকে বুড়ো আঙুল দেখিয়ে পেজেস্কিয়ানের এই সংস্কারের পথ কতটা প্রশস্ত হবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ তেহরানের অন্যতম চালক সুরা কাউন্সিল। তারা যদি এই হিজাব আইনকেই মান্যতা দেয় তাহলে পেজেস্কিয়ান কতটা কী করতে পারবেন তা নিয়েও প্রশ্ন রয়েছে।
উল্লেখ্য, ২০২২-এর ১৬ সেপ্টেম্বর ইরানে নীতি পুলিশের মারে মৃত্যু হয় ২২ বছরের কুর্দ তরুণী মাহসা আমিনির। তার পর থেকেই হিজাবের শিকল ভেঙে ফেলতে বেনজির গণউত্থানের সাক্ষী থেকেছে ইরান। কিন্তু তাতে কোনও ভ্রুক্ষেপ ছিল না তেহরানের। হিজাব পরা নিয়ে একের পর এক বিধিনিষেধ আরোপ করা হয়। এমনকী গত বছরের অক্টোবরেই পুনরাবৃত্তি ঘটে মাহসা কাণ্ডের। হিজাব না পরায় নীতি পুলিশের মারে প্রাণ হারায় আরমিতা জেরাভান্দ নামে এক কিশোরী। যাকে কেন্দ্র করে ফের ইরানের নিন্দায় সরব হয় আন্তর্জাতিক মহল। এছাড়া কয়েকদিন আগেই হিজাব না পরে অনলাইন কনসার্টে পারফর্ম করেছিলেন ২৭ বছরের পারাস্তু আহমাদি। যার অপরাধে এই তারকা ইউটিউবারকে গ্রেপ্তার করে ইরান পুলিশ।