shono
Advertisement
Ajit Doval

সংঘাত কাটিয়ে নয়া অধ্যায়ের সূচনা! চিনা বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক ডোভালের

'নয়াদিল্লির সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে আগ্রহী', বার্তা বেজিংয়ের।
Published By: Amit Kumar DasPosted: 02:37 PM Dec 18, 2024Updated: 02:38 PM Dec 18, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সীমান্ত সমস্যা কাটিয়ে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক সারলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। চিনের সময় অনুযায়ী বুধবার সকাল ১০টা নাগাদ বৈঠকে বসেন ডোভাল ও ওয়াং। সূত্রের খবর, এই বৈঠকে পূর্ব লাদাখে সেনা গতিবিধি নিয়ন্ত্রণের পাশাপাশি একাধিক বিষয়ে সদর্থক আলোচনা হয় দুজনের। বিশেষজ্ঞদের অনুমান, অতীতের সংঘাত কাটিয়ে ভারত-চিন সম্পর্কের নয়া সূচনার লক্ষ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক।

Advertisement

ভারত ও চিনের মধ্যে সীমান্ত সংঘাতের সূত্রপাত চার বছর আগে পূর্ব লাদাখের গালওয়ানে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় বিপুল পরিমাণে সেনা মোতায়েন করেন দুই দেশ। সমস্যা মেটাতে দুই দেশের সেনা আধিকারিকদের মধ্যে ২৩ দফা বৈঠকের পর গত মাসে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় টহলদারির সীমানা নির্ধারণ ও মুখোমুখি অবস্থান থেকে পিছিয়ে আসার বিষয়ে সমঝোতা হয় নয়াদিল্লি ও বেজিংয়ের। সূত্রের খবর, বুধবার সকাল এই ইস্যুতেই আলোচনার পাশাপাশি চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে একাধিক বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা হয় অজিত ডোভালের।

ডোভালের সঙ্গে বৈঠকের আগে চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র লিন জিয়ানের এক বিবৃতি প্রকাশ্যে এসেছে। যেখানে তিনি জানান, ভারতের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে আগ্রহী চিন। তিনি বলেন, দুই দেশের মধ্যে হওয়া গুরুত্বপূর্ণ চুক্তি বাস্তবায়নে প্রস্তুত চিন। একে অপরের স্বার্থ ও উদ্বেগকে সম্মান করে আলোচনার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক জোরদার করা ও যেখানে যেখানে মত পার্থক্য রয়েছে তা যাতে দ্রুত নিরসন করা যায় সেই উদ্দেশে যৌথভাবে কাজ করবে দুই দেশ।

উল্লেখ্য, গালওয়ান সংঘাতের পর চিনের সঙ্গে ভারতের দেশের কূটনৈতিক সম্পর্ক কার্যত তলানিতে গিয়ে ঠেকে। যদিও প্রতিবেশির সঙ্গে শত্রুতা এড়িয়ে বন্ধুত্বের লক্ষ্যে ধাপে ধাপে সমস্যা মেটাতে উদ্যোগী হয় দুই দেশ। সীমান্ত সমস্যা কাটাতে একদিকে লাদাখ সীমান্তে সেনা বৈঠকের পাশাপাশি কয়েকমাস আগে ব্রিকসের সম্মেলনের ফাঁকে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের।
  • চিনের সময় অনুযায়ী বুধবার সকাল ১০টা নাগাদ বৈঠকে বসেন ডোভাল ও ওয়াং।
  • 'নয়াদিল্লির সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে আগ্রহী', বার্তা বেজিংয়ের।
Advertisement