সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিবাসীদের বিরুদ্ধে ক্রমেই খড়্গহস্ত হচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এবার সরাসরি অভিবাসীদের চোর বলে দাগিয়ে দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স (JD Vance)। তবে ভ্যান্সকে পালটা দিতে ছাড়েননি মার্কিন আমজনতা। তাঁদের নিদান, দেশকে অভিবাসীমুক্ত করতে হলে সবার আগে নিজের স্ত্রী এবং সন্তানদের ভারতে ফেরত পাঠান ভ্যান্স।
প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসাবে আমেরিকায় ইতিহাস গড়েছিলেন জেডি ভ্যান্সের স্ত্রী উষা ভ্যান্স। মার্কিন সেকেন্ড লেডির আসনে বসেছেন তিনি। কিন্তু অভিবাসী এবং বিদেশি বংশোদ্ভূতদের প্রতি ভ্যান্সের প্রশাসনের মনোভাব দিনে দিনে তিক্ত হয়ে উঠছে। এহেন পরিস্থিতিতে রবিবার এক্স হ্যান্ডেলে ভ্যান্স লেখেন, 'আমেরিকান ড্রিম চুরি করেছে অভিবাসীরা।' দীর্ঘ পোস্টে তিনি তুলে ধরেন, অভিবাসীদের কাছে কার্যত নতিস্বীকার করেছেন মার্কিনরা।
তবে ভ্যান্সের এই পোস্ট ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। এক নেটিজেন স্পষ্ট জানিয়েছেন, অভিবাসীরা যদি এতই খারাপ হয়ে থাকেন তাহলে সবার আগে নিজের স্ত্রী-সন্তানদের আমেরিকা থেকে বের করে দিন ভ্যান্স। ওয়াহাজাত আলি নামে ওই নেটিজেনের কথায়, 'আপনার কথার অর্থ হল স্ত্রী উষা, তার ভারতীয় বংশোদ্ভূত পরিবারকে ভারতে ফেরত পাঠাতে হবে। শুধু তাই নয়, আপনার সন্তানদেরও ভারতীয় সত্ত্বা রয়েছে, তাই তাদেরও ভারতে ফেরত পাঠাতে হবে।' তাঁর টিপ্পনি, কবে বিমানের টিকিট কাটতে হবে সেটা যেন ভ্যান্স জানিয়ে দেন। দেশের নেতা হিসাবে উদাহরণ রাখা উচিত মার্কিন ভাইস প্রেসিডেন্টের।
উল্লেখ্য, কিছুদিন আগে ধর্ম নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন ভ্যান্স। স্ত্রী হিন্দু ধর্ম পরিত্যাগ করে খ্রিস্টান হয়ে যান, এমনটাই আশা করেন বলে জানিয়েছিলেন। প্রকাশ্যেই স্ত্রীর ধর্মান্তর চেয়ে বিতর্কে জড়ান ভ্যান্স। এবার অভিবাসীদের নিয়ে বেফাঁস মন্তব্য করলেন তিনি। প্রসঙ্গত, ২০১৪ সালে খাঁটি ভারতীয় কায়দায় গাঁটছড়া বাঁধেন জেডি এবং উষা। কিন্তু সেই অভিবাসীদেরই এবার কাঠগড়ায় তুলছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট।
