shono
Advertisement
Chernobyl News

চেরনোবিলে অতিসংকট! ক্ষতিগ্রস্ত সুরক্ষাবলয়, রুশ-ইউক্রেন যুদ্ধে জেগে উঠবে ‘ঘুমন্ত দানব’?

চেরনোবিল দুর্ঘটনার কথা আজও ভোলেনি বিশ্ব।
Published By: Subhodeep MullickPosted: 04:04 PM Dec 08, 2025Updated: 04:24 PM Dec 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রুশ আক্রমণে ক্ষতিগ্রস্ত ইউক্রেনের চেরনোবিল (Chernobyl News) পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সুরক্ষাবলয়! সম্প্রতি এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। বিষয়টি প্রকাশ্যে আসার পরই গোটা বিশ্বজুড়ে বইতে শুরু করেছে আতঙ্কের স্রোত। তাহলে কি ফের জেগে উঠবে ‘ঘুমন্ত দানব’?

Advertisement

সোভিয়েত ইউনিয়নের (এখনকার রাশিয়া) চেরনোবিল বর্তমানে ইউক্রেনের অন্তর্ভুক্ত। ১৯৮৬ সালের ২৬ এপ্রিল এখানকার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল তা আজও ভোলেনি বিশ্ব। আপাত ভাবে ৩১ জনের মৃত্যু হলেও বিস্ফোরণের ফলে সৃষ্ট তেজস্ক্রিয়তার কবলে পড়েছিলেন লক্ষ লক্ষ মানুষ। রাতারাতি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল চেরনোবিল। তারপর তেজস্ক্রিয় বিকিরণ আটকাতে সেখানে সুরক্ষাবলয় তৈরি করা হয়েছিল। কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারি মাসে রাশিয়ার ড্রোন আক্রমণে সেই সুরক্ষাবলয়টি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আইএইএ একটি বিবৃতিতে জানিয়েছে, ‘গত সপ্তাহে পরিদর্শনের সময় দেখা গিয়েছে, চেরনোবিলের উপর স্টিলের নির্মিত যে সুরক্ষাবলয়টি তৈরি করা হয়েছিল, তা ড্রোন হামলার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে।’ আইএইএ-র ডিরেক্টর রাফায়েল গ্রসি বলেন, “বিকিরণ ঢালটি সুরক্ষা প্রদানের প্রাথমিক কার্যকারিতা হারিয়ে ফেলছে। তবে এর ভারবহন কিংবা পর্যবেক্ষণ ব্যবস্থার স্থায়ী কোনও ক্ষতি হয়নি।” তিনি আরও বলেন, “বিষয়টি প্রকাশ্যে আসার পরই এটি মেরামত করা হয়েছে। তবে ক্ষয় রোধ করতে এবং দীর্ঘমেয়াদি সুরক্ষা নিশ্চিত করতে এটির পুনরুদ্ধার করা প্রয়োজন।”

চেরনোবিলে পারমাণবিক দুর্ঘটনায় আক্রান্ত হন ৩ লক্ষ ৪০ হাজার মানুষ। এরপরই বন্ধ করে দেওয়া হয় পারমাণবিক কেন্দ্রটি। তবে পারমাণবিক বর্জ্য থেকে বিপদ হতে পারে, এই আশঙ্কা আজও রয়েছে। আর সেই কারণেই নিয়মিত বিকিরণ মাপা হয়। আগামী দিনে যাতে পারমাণবিক বর্জ্য থেকে বিপদের সংকেত লাগোয়া এলাকাগুলিতে আগেভাগেই মেলে, তার জন্য শুরু হয় ‘এক্সক্লুসন জোনে’ নিয়মিত বিকিরণ মাপার কাজ। এই পরিস্থিতিতে চেরনোবিলের সুরক্ষাবলয় ক্ষতিগ্রস্ত হওয়ার খবরটিতে আতঙ্ক বেড়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রুশ আক্রমণে ক্ষতিগ্রস্ত ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সুরক্ষাবলয়!
  • সম্প্রতি এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)।
  • বিষয়টি প্রকাশ্যে আসার পরই গোটা বিশ্বজুড়ে বইতে শুরু করেছে আতঙ্কের স্রোত।
Advertisement