সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কানাডার আদালতে জামিন পেল কুখ্যাত খলিস্তানি জঙ্গি অর্শদীপ দাল্লা। তার প্রত্যর্পণ দাবি করে একাধিকবার কানাডা সরকারের কাছে অনুরোধ জানিয়েছে ভারত। গত বছর জানুয়ারি মাসে অর্শদীপকে 'জঙ্গি' তকমা দেওয়া হয়। এনআইএর তালিকায় অন্যতম অভিযুক্ত হিসাবেও রয়েছে অর্শদীপের নাম।
গত অক্টোবর মাসে অর্শদীপকে গ্রেপ্তার করে পুলিশ। জানা যায়, গুরজন্ত সিং নামে আরেক গ্যাংস্টারের সঙ্গে গাড়িতে চেপে যাচ্ছিল অর্শদীপ। সেই সময় গাড়ির ভিতরে রাখা আগ্নেয়াস্ত্র থেকেই গুলি বেরিয়ে গিয়ে আহত হয় কুখ্যাত জঙ্গি। বাধ্য হয়ে হাসপাতালে নিয়ে যেতে হয় দুজনকে। হাসপাতাল কর্তৃপক্ষের তরফেই গোটা বিষয়টি পুলিশকে জানানো হয়। কিন্তু পুলিশের সামনে দুই গ্যাংস্টার জানায়, দুষ্কৃতীরা হামলা চালিয়েছে তাদের উপরে। ঘটনার তদন্ত করতে নেমে অর্শদীপের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। তার পরেই দুই গ্যাংস্টারকে গ্রেপ্তার করা হয়।
সেই মামলাতেই সম্প্রতি জামিন পেয়েছে অর্শদীপ। সূত্রের খবর, ৩০ হাজার ডলারের বন্ডের ভিত্তিতে জামিন পেয়েছে খলিস্তানি নেতা। তবে মামলার শুনানি চলবে কানাডার আদালতে। উল্লেখ্য, অক্টোবর মাসে অর্শদীপ গ্রেপ্তার হওয়ার পরেই ভারতের তরফে একাধিকবার কানাডা প্রশাসনের কাছে প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়েছে। তার জামিন মঞ্জুর করার ক্ষেত্রেও ভারতের প্রবল আপত্তি ছিল। তা সত্ত্বেও জামিন দেওয়া হয়েছে অর্শদীপকে।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই জঙ্গি কার্যকলাপ চালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে কানাডা নিবাসী অর্শদীপের বিরুদ্ধে। পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার সঙ্গেও তার ঘনিষ্ঠ যোগ রয়েছে। কানাডায় খুন হওয়া খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের ঘনিষ্ঠ ছিল এই অর্শদীপ। নিজ্জরের পর খলিস্তান টাইগার ফোর্সের নেতৃত্ব তার হাতেই রয়েছে বলে অনুমান করা হয়। অর্শদীপের বিরুদ্ধে সন্ত্রাসে মদত দেওয়া-সহ ৫০টিরও বেশি মামলা রয়েছে। সেজন্যই তার প্রত্যর্পণ দাবি করেছে নয়াদিল্লি। অর্শদীপ জামিন পেলেও ভারত প্রত্যর্পণের দাবি থেকে সরে আসবে না বলেই সূত্রের খবর।