সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিনের (China) সঙ্গে সম্পর্কের উন্নতি হচ্ছে, এমনটাই দাবি করলেন জো বাইডেন। রবিবার জি-৭ (G-7) সম্মেলনের পর সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। চলতি বছরেই গুপ্তচর বেলুন পাঠানো নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছিল দুই দেশের সম্পর্ক। তবে সেই ঘটনার রেশ কেটে গিয়েছে বলেই দাবি মার্কিন প্রেসিডেন্টের। কয়েকদিনের মধ্যেই আমেরিকা (USA)-চিন দ্বিপাক্ষিক সম্পর্কের বরফ গলবে বলেই তিনি আশাবাদী।
মার্কিন আকাশসীমায় গুপ্তচর বেলুন পাঠানোর অভিযোগ ছিল চিনের বিরুদ্ধে। সমুদ্রের নিকটবর্তী এলাকা থেকে ক্রমশ গুরুত্বপূর্ণ মার্কিন শহরগুলিতে এই বেলুন পাঠানোর চেষ্টা করেছিল বেজিং, এমনটাই দাবি বিশেষজ্ঞদের। তবে সেই বেলুন গুলি করে নামায় বাইডেনের প্রশাসন। তার মধ্যে থেকে একাধিক গুরুত্বপূর্ণ যন্ত্রাংশও উদ্ধার হয়।
[আরও পড়ুন: গেছো মেয়ে! জামরুল পাড়তে গিয়ে দিব্যি রেলিংয়ে উঠে পড়লেন মিমি চক্রবর্তী]
এই ঘটনার জেরে বহু প্রতীক্ষিত চিন সফর বাতিল করেন মার্কিন বিদেশসচিব অ্যান্থনি ব্লিঙ্কেন। অন্যদিকে, গুপ্তচরবৃত্তির অভিযোগ একেবারেই উড়িয়ে দেয় চিন। সাফাই দিয়ে তাদের দাবি ছিল, হাওয়ার দাপটে দিক ভুলে আমেরিকার আকাশসীমায় ঢুকে পড়েছিল বেলুনটি। গুপ্তচরবৃত্তির কারণে ইচ্ছাকৃত ভাবে এই বেলুন পাঠানো হয়নি। কিন্তু এই দাবি মানতে নারাজ আমেরিকা-সহ একাধিক দেশ। এমনকি শোনা গিয়েছিল, ভারতেও এই বেলুন পাঠাতে চায় চিন।
বাকযুদ্ধ, চাপানউতোরের মধ্যে ক্রমেই আমেরিকা-চিন দ্বিপাক্ষিক সম্পর্কের ব্যাপক অবনতি ঘটে। তবে খুব দ্রুতই এই পরিস্থিতি পালটাবে বলে আশ্বাস দিয়েছেন বাইডেন। সাংবাদিক সম্মেলনে তাঁকে জিজ্ঞাসা করা হয়, চিনের সঙ্গে আমেরিকার হটলাইন চালু হচ্ছে না কেন? উত্তরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এই বিষয়ে আলোচনা হয়েছে। আসলে ওই ‘বোকা বেলুনটার’ জন্য আমাদের সম্পর্ক একটু খারাপ হয়েছিল। তবে কয়েকদিনের মধ্যেই আবার আগের মতোই আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথে হাঁটবে দুই দেশ।”
[আরও পড়ুন: ‘মদ্যপদের জরিমানা নিতেই ব্যস্ত’, সুচন্দ্রার মৃত্যুতে ট্রাফিক পুলিশকে নিশানা পরিচালকের]