কুণাল ঘোষ ও কিংশুক প্রামাণিক (লন্ডন থেকে মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী): বঙ্গে বাণিজ্য স্থাপনে আগ্রহী ব্রিটেন। মুখ্যমন্ত্রীর লন্ডন সফরে (Mamata Banerjee London Visit) সেই বার্তা আরও দৃঢ় হয়েছে। মঙ্গলবার শিল্প বৈঠকে ভারতের একের পর এক শিল্পপতি বাংলার বিনিয়োগ বান্ধব পরিবেশ তুলে ধরেন। আহ্বান জানান, বাংলায় এসে বিনিয়োগ করুন, আক্ষেপ হবে না। আর বুধবার ব্রিটেনের সরকারি প্রতিনিধিদের সঙ্গে বাংলার সরকারি স্তরে বৈঠক শুরু হল। তাতে সে দেশের তরফে উঠে এল একাধিক প্রস্তাব। মেডিক্যাল সামগ্রী উৎপাদন থেকে বাংলায় একাধিক সংস্থার ব্যবসা বিস্তারের প্রস্তাব দিলেন সেসব সংস্থার কর্তাব্যক্তিরা। মুখ্যমন্ত্রী বৈঠকের সূচনা করলেও পরে আলোচনা চালিয়ে যাওয়ার দায়িত্ব সঁপে দেন বাংলার প্রশাসনিক আধিকারিকদের হাতেই। যদিও গুরুত্বপূর্ণ এই বৈঠকের সমস্ত খুঁটিনাটির রিপোর্ট নিচ্ছেন তিনি।

বুধবার লন্ডনে রাজ্য সরকারের তরফে রয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ, শিল্পসচিব বন্দনা যাদব। ব্রিটিশ শিল্পপতিদের মধ্যে বৈঠকে অংশ নিয়েছেন বার্কলের সিইও স্টিভেন ফ্লাহার্টি, গ্র্যাভিট্রিসিটির চেয়ারম্যান মার্টিন রাইট, স্কটিশ লাইফসায়েন্স অ্যাসোসিয়েশনের সিইও স্কট জনস্টোন, ভিসুভিয়াস গ্রুপের জেনারেল সেক্রেটারি তথা ভিসুভিয়াস ইন্ডিয়ার বোর্ড অফ ডিরেক্টর হেনরি নলেস। বার্কলের তরফে বাংলায় বিশ্বমানের কেন্দ্র স্থাপনের প্রস্তাব দেন স্টিভেন ফ্লাহার্টি। শক্তি সংরক্ষণে বিশেষ প্রযুক্তির কথা বলেন গ্র্যাভিট্রিসিটির চেয়ারম্যান মার্টিন রাইট।
আগেই বাংলার স্বাস্থ্য পরিষেবার প্রশংসা শোনা গিয়েছিল ব্রিটেনে ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর গলায়। এবার সেই স্বাস্থ্য ক্ষেত্রে বিনিয়োগের প্রস্তাব দিলেন স্কটিশ লাইফসায়েন্স অ্যাসোসিয়েশনের সিইও স্কট জনস্টোন। বিভিন্ন ডাক্তারি সামগ্রী, ডায়গনস্টিক, ডিজিটাল হেলথ সিস্টেম-সহ একাধিক বিষয়ে বাংলার সঙ্গে হাতে হাত ধরে কাজ করতে চান বলে জানালেন জনস্টোন। ভিসুভিয়াস গ্রুপের তরফে বোর্ড অফ ডিরেক্টর হেনরি নলেস মেটাল ইঞ্জিনিয়ারিং নিয়ে বাংলায় নিজেদের ব্যবসা বিস্তারে আগ্রহী বলে জানান।তাঁদের যাবতীয় প্রশ্নের উত্তর দেন দুই আমলা - মনোজ পন্থ ও বন্দনা যাদব। সবমিলিয়ে সরকারি স্তরেও যে লন্ডন-বাংলা একসঙ্গে শিল্পক্ষেত্রে কাজ করতে আগ্রহী, তা আবারও প্রমাণিত বুধের বৈঠকে।