shono
Advertisement
ISL 2024

এজে-জাভির জোড়া ফলায় বিদ্ধ নর্থইস্ট, সেমিফাইনালে মোহনবাগানের সামনে জামশেদপুর

বল পজিশনে এগিয়ে থাকলেও গোলের মুখ খুলতে পারেননি আলাদিনরা।
Published By: Arpan DasPosted: 09:33 PM Mar 30, 2025Updated: 08:35 AM Apr 02, 2025

জামশেদপুর: ২ (এজে, জাভি)
নর্থইস্ট: ০

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইএসএলের গ্রুপ পর্বে জামশেদপুরের উপরে শেষ করেছিল নর্থইস্ট ইউনাইটেড। দলে আলাদিন আজারেইয়ের মতো বিধ্বংসী স্ট্রাইকার। তার মধ্যে ডুরান্ড কাপ জেতার পর আইএসএল সেমিফাইনালে যাওয়ার জন্য মরিয়া ছিল নর্থইস্ট। কিন্তু প্লেঅফের ম্যাচে শেষ হাসি হাসল খালিদ জামিলের দলই। ২-০ গোলে পেদ্রো বেনালির দলকে হারাল জামশেদপুর। তাদের হয়ে গোল করেন স্টিফেন এজে ও জাভি হার্নান্দেজ। সেমিফাইনালে জামশেদপুরের সামনে লিগ শিল্ড জয়ী মোহনবাগান।

ম্যাচের ফলাফল যাই বলুক না কেন, পরিসংখ্যান বলবে অন্য কথা। প্রায় ৭০ শতাংশ বলের দখল ছিল নর্থইস্টের দখলে। মোট শটের দিক থেকেও এগিয়েও ছিল তারা। কিন্তু পার্থক্য গড়ে দিল স্টিফেন এজের গোল। ম্যাচের ২৯ মিনিটে বক্সের ডানদিকে বল পেয়ে যান তিনি। ডান পায়ের জোরালো শটে গুরমিত সিংকে পরাস্ত করেন। তারপর সেই চির পরিচিত বাঘের মতো হাঁটা।

তিনি ডিফেন্সও করলেন বাঘের মতোই। আলাদিন আজারাইদের নড়তেই দেয়নি জামশেদপুরের ডিফেন্স। রিদিম ল্যাংদের শট বাঁচান আলবিনো গোমেজ। জিতিনের একটি শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৮৮ মিনিটে জামশেদপুরের মোবাশির রহমান লাল কার্ড দেখলেও ডিফেন্স আঁটসাঁট রেখেছিলেন প্রণয় হালদাররা। ম্যাচের শেষ দিকে নর্থইস্ট ক্রমশ চাপ বাড়াতে থাকে নর্থইস্ট। একাধিকবার গোলের সুযোগও তৈরি হয়। কিন্তু এদিন আর আলাদিনের প্রদীপ জ্বলে ওঠেনি। বরং ম্যাচের একেবারে শেষ লগ্নে দ্বিতীয় গোল করেন জাভি হার্নান্দেজ। বক্সের ডানদিক থেকে তিনজনকে ঋত্বিক দাস বল বাড়ান। সেখান থেকে কার্যত ফাঁকা গোলে বল ঠেলে দেন জাভি। সেমিফাইনালে খালিদ জামিলের দলের সামনে মোহনবাগান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আইএসএলের গ্রুপ পর্বে জামশেদপুরের উপরে শেষ করেছিল নর্থইস্ট ইউনাইটেড। দলে আলাদিন আজারেইয়ের মতো বিধ্বংসী স্ট্রাইকার।
  • তার মধ্যে আইএফএ শিল্ড জেতার পর আইএসএল সেমিফাইনালে যাওয়ার জন্য মরিয়া ছিল নর্থইস্ট।
  • কিন্তু প্লেঅফের ম্যাচে শেষ হাসি হাসল খালিদ জামিলের দলই। ২-০ গোলে পেদ্রো বেনালির দলকে হারাল জামশেদপুর।
Advertisement