shono
Advertisement
Philippines

ভয়াবহ ভূমিকম্পে কাঁপল ফিলিপিন্স, ৭.৬ মাত্রার কম্পনের পর জারি সুনামি সতর্কতা

৩ মিটার পর্যন্ত উঁচু ঢেউ উঠতে পারে সমুদ্রে, এমনটাই আশঙ্কা রয়েছে।
Published By: Anwesha AdhikaryPosted: 08:54 AM Oct 10, 2025Updated: 09:54 AM Oct 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ ভূমিকম্পে কাঁপল ফিলিপিন্স। ৭.৬ মাত্রায় ব্যাপকভাবে কেঁপে উঠেছে প্রশান্ত মহাসাগরের বুকে অবস্থিত দেশটি। ইতিমধ্যেই দেশজুড়ে জারি হয়েছে সুনামি সতর্কতা। ৩ মিটার পর্যন্ত উঁচু ঢেউ উঠতে পারে সমুদ্রে, এমনটাই আশঙ্কা রয়েছে। এখনও পর্যন্ত ফিলিপিন্সে কারোর মৃত্যুর খবর মেলেনি। তবে ১৮৬ মাইল পর্যন্ত কম্পন অনুভূত হয়েছে। আতঙ্কে পথে নেমে এসেছেন আমজনতা।

Advertisement

ফিলিপাইন ইন্সটিটিউট অফ ভলক্যানো অ্যান্ড সিসমোলজি সূত্রে জানা গিয়েছে, শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টা ৪৩ মিনিটে ৭.৬ মাত্রায় ভূমিকম্প হয়েছে। ফিলিপিন্সের সৈকতশহর মানায় থেকে মাত্র ৬২ কিলোমিটার দূরে সমুদ্রবক্ষে কম্পনের উৎস। ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে কম্পন হওয়ায় মারাত্মক প্রভাব পড়েছে ফিলিপিন্সের বিস্তীর্ণ অঞ্চলে। ৩০০ কিলোমিটার পর্যন্ত কম্পনের প্রভাব পড়তে পারে বলে অনুমান। ১০ ফুট সমান ঢেউ উঠতে পারে সমুদ্রে।

ইতিমধ্যেই সুনামি সতর্কতা জারি হয়েছে ফিলিপিন্সে। দেশের দক্ষিণ এবং মধ্যভাগের উপকূলবর্তী এলাকার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরতে নির্দেশ দেওয়া হয়েছে। ভূমিকম্পের জেরে বেশ কয়েকটি বাড়ি ভেঙে পড়েছে বলে স্থানীয় সূত্রে খবর। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে দেখা যাচ্ছে, কম্পনের ফলে আতঙ্কিত হয়ে পথে নেমে ছোটাছুটি করছেন আমজনতা। হাসপাতাল থেকেও প্রাবণ বাঁচাতে পথে নেমে পড়েছেন রোগীরা।

ইন্দোনেশিয়া, পাপুয়া নিউ গিনির মতো দেশগুলিতেও ভূমিকম্পের পর সতর্কতা জারি হয়েছে। উল্লেখ্য, মাত্র সপ্তাহখানেক আগেই ৬.৯ মাত্রায় কেঁপেছিল ফিলিপিন্স। সেদেশের ইতিহাসের ভয়ংকরতম ভূমিকম্পের সাক্ষী থেকেছেন আমজনতা। অন্তত ৭২ জনের মৃত্যু হয়েছে কম্পনের জেরে। সেই ধাক্কা সামলে ওঠার আগেই ফের ভূমিকম্প ফিলিপিন্সে। তবে এখনও হতাহতের খবর মেলেনি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টা ৪৩ মিনিটে ৭.৬ মাত্রায় ভূমিকম্প হয়েছে।
  • ইতিমধ্যেই সুনামি সতর্কতা জারি হয়েছে ফিলিপিন্সে। দেশের দক্ষিণ এবং মধ্যভাগের উপকূলবর্তী এলাকার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরতে নির্দেশ দেওয়া হয়েছে।
  • মাত্র সপ্তাহখানেক আগেই ৬.৯ মাত্রায় কেঁপেছিল ফিলিপিন্স।
Advertisement