shono
Advertisement

বিমানেই প্রসব বেদনা, মাঝ আকাশে সন্তানের জন্ম দিলেন মহিলা

উড়ান সংস্থা জানিয়েছে, মা ও সন্তান দু'জনই ভাল আছে।
Posted: 09:18 PM Jan 26, 2023Updated: 09:18 PM Jan 26, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝআকাশে আচমকাই প্রসব বেদনা। বিমানেই সন্তানের জন্ম দিলেন মহিলা যাত্রী। টোকিও থেকে দুবাই যাওয়ার পথে এভাবেই মা হলেন তিনি। বিমান যখন ফের মাটি ছুঁল, যাত্রীসংখ্যা বেড়ে গিয়েছে ১ জন! উড়ান সংস্থা জানিয়েছে, মা ও সন্তান দু’জনই ভাল আছে।

Advertisement

ঠিক কী হয়েছিল? টোকিও-নারিতা থেকে বিমানটি দুবাই যাচ্ছিল। সেই সময়ই আচমকা প্রসব বেদনা শুরু হয় ওই অন্তঃসত্ত্বার। খবর পেয়ে বিমানের ক্রু সদস্যরা অবশ্য ঠান্ডা মাথাতেই পরিস্থিতি সামলাতে ব্যস্ত হয়ে পড়েন। শেষ পর্যন্ত বিমানের মধ্যেই সন্তানের জন্ম দেন ওই মহিলা। তবে এই ঘটনা সত্ত্বেও বিমান সময়মতোই বিমানবন্দরে পৌঁছেছে বলে উড়ান সংস্থা এমিরেটস জানিয়েছে সংবাদমাধ্যমকে। 

[আরও পড়ুন: ‘শীঘ্রই আসছে শোলে ২’, হার্দিকের সঙ্গে জুটিতে ধোনি! ছবি দেখে হইচই নেটদুনিয়ায়]

সেই সঙ্গে এও জানানো হয়েছে, মা ও সন্তান দু’জনই ভাল আছে। উড়ান সংস্থার তরফে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, ‘দু’জনের শারীরিক অবস্থাই স্থিতিশীল। দুবাই পৌঁছনোর পর স্থানীয় মেডিক্যাল স্টাফরা পরিস্থিতি খতিয়ে দেখেছেন। সব সময়ই আমাদের যাত্রী ও ক্রু সদস্যদের স্বাস্থ্য ও নিরাপত্তা আমাদের কাছে সর্বোচ্চ গুরুত্ব পায়।’

উল্লেখ্য, বিমানে অন্তঃসত্ত্বা অবস্থায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাওয়া মহিলাদের সাধারণত উঠতে দেওয়া হয় না। তবুও মাঝ আকাশে এমন প্রসবের ঘটনা কিন্তু বিরল নয়। উড়ান সংস্থা এমিরেটসের নিয়মই হল ৭ মাস পর্যন্ত অন্তঃসত্ত্বাদের তারা বিমানে উঠতে দেয়, যদি না তাঁর কোনও শারীরিক জটিলতা থাকে। গত মে মাসেই ফ্রন্টিয়ার এয়ারলাইন্সের বিমানে এমন এক ঘটনা ঘটে। বিমানে শৌচাগারেই প্রসব করেন এক মহিলা। ডেনভার থেকে কলোরাডো যাওয়ার বিমানে ঘটে সেই ঘটনা। 

[আরও পড়ুন: ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেটে কল্পতরু হবেন নির্মলা! বড় ঘোষণা থাকতে পারে আমআদমির জন্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement