সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউক্রেনের সঙ্গে যুদ্ধ জারি রয়েছে রাশিয়ার। রক্তক্ষয়ী যুদ্ধের মাঝেই এবার ব্রিটেনের রাষ্ট্রদূতের বিরুদ্ধে কড়া পদক্ষেপ ভ্লাদিমির পুতিনের। গুপ্তচরবৃত্তির অভিযোগে ব্রিটিশ রাষ্ট্রদূতকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে মস্কো। রাশিয়ার এফএসবি সিকিউরিটি সার্ভিসের অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ। শুধু তাই নয়, রাশিয়ার বিদেশমন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখরোবা জানান, অভিযুক্ত ওই কূটনীতিককে জিজ্ঞাসাবাদের জন্যও তলব করা হয়েছে।
রাশিয়ার সরকারি সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, গুপ্তচরবৃত্তি-সহ রাশিয়ার বিরুদ্ধে একাধিক কর্মকাণ্ডে অভিযুক্ত ওই কূটনীতিক। তবে সে সব তথ্য গোপন করে মিথ্যা তথ্য দিয়ে রাশিয়ায় রাষ্ট্রদূত হয়ে এসেছিলেন ওই আধিকারিক। জেনে বুঝে তথ্য গোপন করে দেশে ঢোকা রাশিয়ার আইনে অপরাধ। যার জেরেই এই পদক্ষেপ। তবে এই বিষয়ে ব্রিটিশ বিদেশমন্ত্রকের তরফে এখনও কোনও মন্তব্য করা হয়নি। যদিও এই ঘটনা প্রথমবার নয়, গত সেপ্টেম্বর মাসে এমনই গুপ্তচরবৃদ্ধির অভিযোগে ছয় ব্রিটিশ রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছিল রাশিয়া।
রাশিয়ার অভিযোগ ছিল, ওই ৬ কূটনীতিককে রাশিয়ার নিযুক্ত করা হয়েছিল যাতে রাশিয়ার বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে অস্ত্র করে বিশেষ একটি রাজনৈতিক দলকে হাতিয়ার করে দেশের অন্দরে অশান্তিকে উস্কে দেওয়া যায়। যার উদ্দেশ্য ছিল ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার কৌশলগত পরাজয় নিশ্চিত করা।
উল্লেখ্য, ২০২২ সালে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ব্রিটেনের সঙ্গে রাশিয়ার সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। গত সপ্তাহেই ইউক্রেনের উপর থেকে বিধিনিষেধ তুলে নিয়েছে ব্রিটেন। যার অর্থ রাশিয়ার বিরুদ্ধে স্ট্রম স্যাডো মিসাইল ব্যবহার করতে পারবে ইউক্রেন। এই পরিস্থিতিতে ব্রিটেনের রাষ্ট্রদূতের বিরুদ্ধে রাশিয়ার এই পদক্ষেপ নিশ্চিতভাবে তাৎপর্যপূর্ণ।