সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সবুজ রং ফিকে, আসছে সাদার স্বচ্ছতা। ৬০ বছর পর বোতলের রং বদলাচ্ছে বাজার চলতি বিশেষ এক ঠান্ডা পানীয় সংস্থা। আজ অর্থাৎ পয়লা আগস্ট থেকেই নতুন রূপে বাজারে মিলবে ‘স্প্রাইট’ (Sprite)। স্বচ্ছ বোতলে পানীয়র আসল রং ধরা পড়বে ক্রেতার চোখে। ছ দশক পর এই বদলের কারণও জানিয়েছে সংস্থা। পরিবেশকে সুস্থ রাখতে নিজেদের এতদিনকার পরিচয় পালটে ফেলা হচ্ছে বলে দাবি তাদের। মূল সংস্থার অর্থাৎ কোকা কোলা (Coca Cola) কোম্পানির তরফে পরিবেশবান্ধব মানসিকতার কথাই জানানো হয়েছে।
কোকা কোলার বক্তব্য, স্প্রাইটের পরিচিত সবুজ বোতলটি তৈরি হয় পলিইথিলিন টেরিপথ্যালেট (PET) দিয়ে। এই রাসায়নিক উপাদান পুনর্ব্যবহারযোগ্য (Recycle)। এখান থেকে কার্পেট জাতীয় ঘরোয়া সামগ্রী তৈরি করা যায়। কিন্তু সংস্থার বক্তব্য, এ ধরনের প্লাস্টিককে ফের ব্যবহারের যোগ্য করে তোলার চেয়ে সাদা স্বচ্ছ প্লাস্টিক ব্যবহার করা এবং তাকে পুনর্ব্যবহারযোগ্য করে তোলা অনেক সহজ। এক বিবৃতিতে কোকা কোলা কোম্পানি জানাচ্ছে, পুনর্ব্যবহারযোগ্য হলেও PET একটা সময় পর আর ব্যবহার করা যায় না।
[আরও পড়ুন: রাঁধুনি থেকে শিক্ষাদপ্তরে চাকরি, আচমকাই পালটে যায় অর্পিতার ষষ্ঠ শ্রেণি পাশ বোনের জীবন]
আরথ্রি সাইকেল (R3Cycle) নামে এক মার্কিন সংস্থার হাত ধরে কোকা কোলা বোতলের রং বদলের কাজ শেষ করেছে। বাজার থেকে স্প্রাইটের সব সবুজ বোতল উঠে গিয়েছে ইতিমধ্যে। এখন থেকে শুধু সাদা প্লাস্টিকের বোতলবন্দি অবস্থায় ক্রেতারা পাবেন এই পানীয়টি। সহযোগী সংস্থার তরফে সিইও জুলিয়ান ওচোয়া বলছেন, “স্প্রাইটের PET বোতলগুলি থেকেই নতুন বোতল তৈরি হচ্ছে। এভাবেই সমাজে প্লাস্টিক সামগ্রীর পুনর্ব্যবহারের একটা চক্র তৈরি হচ্ছে। শুধু তাই নয়, অর্থনীতিও এভাবে চক্রাকারে ঘুরছে।
[আরও পড়ুন: পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির অভিনব প্রতিবাদ, গরুর গাড়িতে চেপে মিছিল মদন মিত্রের]
স্রেফ বোতলের রং বদলেই পরিবেশ রক্ষার বার্তা দেওয়া নয়, বদলে যাচ্ছে স্প্রাইটের লোগোও। নতুন বোতলে লেখা থাকবে – ‘রিসাইকেল মি’। অর্থাৎ প্লাস্টিক পুনর্ব্যবহারের বার্তা। তবে একেবারে সব ছেঁটে ফেলা নয়, নতুন স্প্রাইটের বোতলে ঐতিহ্যের ছোঁয়াও থাকবে বইকী। বোতলের ঢাকনায় চিরসবুজের ছোঁয়া থাকছেই।