shono
Advertisement

Breaking News

Foreigner

‘সঙ্গম করতে চাই’, বিদেশিনীকে কুপ্রস্তাব, প্রত্যাখ্যাত হতেই প্রকাশ্যে হস্তমৈথুন যুবকের!

সমাজমাধ্যমে গোটা ঘটনাটি জানিয়েছেন বিদেশিনীকে।
Published By: Subhodeep MullickPosted: 12:18 AM Nov 18, 2025Updated: 01:33 PM Nov 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘আপনার সঙ্গে সঙ্গম করতে চাই’। এক বিদেশি মহিলাকে এই ভাষাতেই কুপ্রস্তাব দিয়েছিলেন ওই যুবক। তা প্রত্যাখ্যাত হতেই ন্যক্কারজনক ঘটনা ঘটালেন তিনি। মহিলার সামনেই শুরু করে দিলেন হস্তমৈথুন। 

Advertisement

সম্প্রতি ঘটনাটি ঘটেছে শ্রীলঙ্কায়। সমাজমাধ্যমে একটি পোষ্টে সেই ঘটনার কথা জানিয়েছেন নিউজিল্যান্ডের ওই মহিলা। জানা গিয়েছে, শ্রীলঙ্কায় তিনি ঘুরতে গিয়েছিলেন। সেখানে একটি অটোতে তিনি উঠেছিলেন। তাঁর কথায়, “ওই যুবক একটি স্কুটার চালাচ্ছিলেন। ক্রমাগত তিনি স্কুটারের গতি কমাচ্ছিলেন এবং আমাকে দেখছিলেন। শুধু তাই নয়, বারবার আমাকে দেখে হাসছিলেনও। কিন্তু আমি তা উপেক্ষা করছিলাম।” তিনি আরও বলেন, “কিছুক্ষণ পর ওই যুবককে আর দেখা যাচ্ছিল না। আমিও আর বিশেষ নজর দিইনি। কিছুটা যাওয়ার পর জলপান করতে আমি এক জায়গায় অটো থেকে অবতরণ করি। তখনই ফের তাঁকে দেখা যায়।” মহিলার কথায়, “ওই যুবক আমার কাছে এসে কথা বলতে শুরু করেন। প্রাথমিকভাবে মনে হয়নি তাঁর খারাপ কোনও অভিসন্ধি রয়েছে। কিন্তু আচমকাই তিনি কুপ্রস্তাব দেন। যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার কথা বলেন। আর সেই প্রস্তাব প্রত্যাখান করতেই ওই যুবক প্রকাশ্যে হস্তমৈথুন শুরু করে দেন।”

গোটা ঘটনাটি ক্যামেরায় রেকর্ডও হয়েছে। যুবক ওই কুকর্ম শুরু করতেই মহিলা তড়িঘড়ি সেখান থেকে পালিয়ে যান। তিনি তাঁর পোস্টে মহিলাদের একা ভ্রমণের প্রতিবন্ধকতাগুলিও তুলে ধরেছেন। তিনি লেখেন, “একা ভ্রমণ শান্তির এবং আনন্দের। কিন্তু সবসময় তা সুখকর হয় না। কখনও কখনও তা সাহসীকতার পরীক্ষা। মনে করিয়ে দেয় সতর্ক থাকার বিষয়টিও।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ‘আপনার সঙ্গে সঙ্গম করতে চাই’।
  • এক বিদেশি মহিলাকে এই ভাষাতেই কু-প্রস্তাব দিয়েছিলেন ওই যুবক।
  • তা প্রত্যাখ্যাত হতেই ন্যক্কারজনক ঘটনা ঘটালেন তিনি।
Advertisement