সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়সড় ভূমিকম্প রাশিয়ায়। ৮.৮ মাত্রার বিরাট এই ভূমিকম্পের উৎপত্তিস্থল রাশিয়ার পূর্ব ক্ষেত্র কামচটকা পেনিনসুলা। ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে আমেরিকা, জাপান-সহ একাধিক দেশে কম্পন অনুভূত হয়। ঘটনার পর রাশিয়ার উপকূলবর্তী অঞ্চলে সুনামির বিরাট ঢেউ দেখা গিয়েছে। যার উচ্চতা প্রায় ১৩ ফুট। ঘটনার পর জারি করা হয়েছে সুনামি সতর্কতা। উপকূলবর্তী অঞ্চল থেকে মানুষকে সরানোর কাজ শুরু হয়েছে।
কামচাটকা ভূমিকম্পের পর রুশ মন্ত্রী লেবেদেব উপকূলের মানুষকে দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছেন। আমেরিকার সুনামি সতর্কতা যন্ত্রের রিপোর্ট বলছে, আগামী ৩ ঘণ্টার মধ্যে বিরাট সুনামি আসতে চলেছে রাশিয়ায়। দাবি করা হচ্ছে, এই কম্পনের ফলে উত্তর-পশ্চিমের হাওয়াই দ্বীপপুঞ্জ ও রাশিয়ার উপকূলে ঢেউয়ের উচ্চতা হবে ১০ ফুটের উপর। এছাড়াও ৩ ফুটের উপর সুনামির ঢেউ আছড়ে পড়তে চলেছে ফিলিপিন্স, চুক, কোসরে, মার্সাল দ্বীপপুঞ্জে। উত্তর ও দক্ষিণ কোরিয়া, জাপান ও তাইওয়ানেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
ঘটনার পর এক্স হ্যান্ডেলে সতর্কবার্তা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন, 'প্রশান্ত মহাসাগরে এক বিশাল ভূমিকম্পের কারণে হাওয়াইবাসীদের উদ্দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। আলাস্কা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। জাপানও ক্ষতিগ্রস্ত হতে পারে। এই সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য দয়া করে https://tsunami.gov দেখুন। এবং নিরাপদ থাকুন!'
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা অনুসারে, এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আভাচা উপসাগরের উপকূলীয় শহর পেট্রোপাভলভস্ক-কামচটকার ১২৫ কিলোমিটার পূর্ব ও দক্ষিণ-পূর্বে। প্রাথমিকভাবে ভূমিকম্পের তীব্রতা ৮ বলে জানালেও পরে তা ৮.৮ বলে জানানো হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১৯.৩ কিলোমিটার গভীরে।
