shono
Advertisement

Breaking News

এ কেমন বাবা! পিতৃ দিবসের আগে তিন একরত্তি ছেলেকে গুলি করে খুন যুবকের

পালিয়ে যাওয়ায় বেঁচে যায় অভিযুক্তর একমাত্র মেয়ে।
Posted: 05:52 PM Jun 17, 2023Updated: 05:54 PM Jun 17, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোট্ট মেয়েটা ছুটছিল আর বলে যাচ্ছিল, ”বাবা একে একে সবাইকে মেরে ফেলছে!” আমেরিকার (US) ওহিওর (Ohio) রাজপথে এমনই দৃশ্য দেখা গেল। পরে জানা গেল, এক ব্যক্তি নাকি তার তিন ছেলেকে গুলি করে মেরে ফেলেছে! গুলি লেগেছে তার স্ত্রীর হাতেও। কেবল মেয়েটিই অক্ষত থাকতে পেরেছে, বিপদ বুঝে দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে পড়তে পেরেছিল বলে।

Advertisement

সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, নিজের বাড়িতেই তিন ছেলেকে হাঁটু গেড়ে বসিয়েছিল অভিযুক্ত। এরপর একে একে গুলি করে তার রাইফেল থেকে গুলি চালিয়ে ৩, ৪ ও ৭ বছরের তিন ছেলেকে খুন করে সে। ৩২ বছরের চাড ডোয়েরম্যান এই অভিযোগ ইতিমধ্যেই স্বীকার করে নিয়েছে।

[আরও পড়ুন: বিরোধী ঐক্যে ফাটল ধরাচ্ছেন সাভারকর! পাটনার বৈঠকের আগে কংগ্রেসকে নিশানা উদ্ধবের]

তদন্ত থেকে উঠে এসেছে, রীতিমতো পরিকল্পনা করে তার ছেলেদের খুন করেছে সে। গুলির শব্দ পেয়ে ৯১১ ডায়াল করে পুলিশকে খবর দেন দুই ব্যক্তি। এক মহিলাও চিৎকার করে বলতে থাকেন, ”লোকটা নিজের ছেলেদের গুলি করে মেরে ফেলছে!” তিনিও পুলিশে খবর দেন।

সেই সময়ই দেখা যায় ডোয়েরম্যানের ছোট্ট মেয়ে রাস্তা দিয়ে ছুটতে ছুটতে সকলকে খবর দিচ্ছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিন শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। অনেক চেষ্টার পরও তাদের চৈতন্য ফেরানো যায়নি। চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।

[আরও পড়ুন: নতুন করে হিংসা ছড়াল মণিপুরে, পুলিশের অস্ত্রাগার ভাঙচুর বিক্ষোভকারীদের!]

হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তির স্ত্রী। তিনি স্বামীর হাত থেকে বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা করছিলেন বলে জানা গিয়েছে। কিন্তু কেন নিজের সন্তানদেরই এভাবে হত্যা করল বাবা? তা এখনও জানা যায়নি। কাকতালীয় ভাবে, আগামী রবিবারই আন্তর্জাতিক পিতৃ দিবস। তার ঠিক আগেই আমেরিকায় এমন নৃশংস খুনের ঘটনা প্রকাশ্যে এল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement