shono
Advertisement
PM Modi

'মহৎ কাজ করেছেন', যুদ্ধবিরতির প্রস্তাবে 'রাজি' হয়ে মোদিকে দরাজ সার্টিফিকেট পুতিনের

একঝাঁক রাষ্ট্রনেতাকে কৃতজ্ঞতা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট।
Published By: Anwesha AdhikaryPosted: 09:58 AM Mar 14, 2025Updated: 12:39 PM Mar 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব মেনে যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পথে রাশিয়া-ইউক্রেন। সেই নিয়ে প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা শোনা গেল তাঁর মুখে। পুতিনের কথায়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে অনেকটা সময় ব্যয় করেছেন মোদি-সহ অন্যান্য রাষ্ট্রনেতারা। সেকারণে তাঁদের ধন্যবাদ জানিয়েছেন পুতিন।

Advertisement

বৃহস্পতিবার ক্রেমলিনে এক সাংবাদিক সম্মেলনে পুতিন বলেন, ”আমরা যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি আছি। কিন্তু আমাদের দেখতে হবে যেন যুদ্ধবিরতি দীর্ঘমেয়াদি শান্তির দিকে এগিয়ে নিয়ে যায়। এবং এই সংকটের মূল কারণগুলি দূর করতে পারে।” মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে সচেষ্ট হয়েছেন, সেই প্রচেষ্টার প্রশংসাও করেন রুশ প্রেসিডেন্ট। যদিও সেকথা বলেও তিনি মনে করিয়ে দিচ্ছেন, ”আইডিয়াটি সঠিক। এবং আমরা এটাকে সমর্থন করছি। কিন্তু কিছু ইস্যু নিয়ে আলোচনা করার প্রয়োজন রয়েছে। আমি মনে করি আমাদের মার্কিন সতীর্থের সঙ্গে এই নিয়ে কথা হবে।” শিগগির তিনি এই নিয়ে কথা বলতে ট্রাম্পকে ফোন করবেন বলেও জানান পুতিন।

তারপরেই একঝাঁক রাষ্ট্রনেতার নাম উঠে আসে রুশ প্রেসিডেন্টের মুখে। পুতিন বলেন, "ইউক্রেন সমস্যা মেটানোর জন্য যেভাবে উদ্যোগ নিয়েছেন ট্রাম্প, তার জন্য আমরা কৃতজ্ঞ। এছাড়াও ভারতের প্রধানমন্ত্রী, চিনের চেয়ারম্যান, ব্রাজিলের প্রেসিডেন্ট, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টকে ধন্যবাদ। কারণ তাঁরাও রাশিয়া-ইউক্রেন সমস্যা মেটাতে অনেক সময় ব্যয় করেছেন। হিংসা থামিয়ে, রক্তপাত বন্ধ করে সমস্যা মেটানোর মতো মহৎ কাজ করেছেন, তাই সকলকে ধন্যবাদ।"

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া প্রস্তাব মেনে নিয়ে রাশিয়ার সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতিতে যেতে রাজি রয়েছে ইউক্রেন। এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়ে দিলেন, তিনি মার্কিন প্রস্তাবে সম্মত। তবে সেই সঙ্গেই তিনি উল্লেখ করেছেন, যুদ্ধবিরতি হলে তা হওয়া উচিত দীর্ঘমেয়াদি শান্তির অভিমুখেই। অর্থাৎ এখনও যুদ্ধবিরতির প্রস্তাবে পুরোপুরি রাজি নয় রাশিয়া।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বৃহস্পতিবার ক্রেমলিনে এক সাংবাদিক সম্মেলনে পুতিন বলেন, ”আমরা যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি আছি।
  • একঝাঁক রাষ্ট্রনেতার নাম উঠে আসে রুশ প্রেসিডেন্টের মুখে।
  • হিংসা থামিয়ে, রক্তপাত বন্ধ করে সমস্যা মেটানোর মতো মহৎ কাজ করেছেন, তাই সকলকে ধন্যবাদ।
Advertisement