সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেয়েদের আইপিএলের (WPL Auction 2024) নিলামে চমক। কোটিপতি হয়ে গেলেন অপেক্ষাকৃত অনামী দুই ভারতীয় ক্রিকেটার। একজন কাশভি গৌতম এবং অপরজন বৃন্দা দীনেশ। এদের মধ্যে কাশভি আবার মেয়েদের আইপিএলের এবারের নিলামে সর্বোচ্চ দর পাওয়া ক্রিকেটার।
মুম্বইয়ে শনিবার মহিলা প্রিমিয়ার লিগের (WPL) নিলাম অনুষ্ঠিত হল। তাতে মূল আকর্ষণের কেন্দ্রে রইলেন এই দুই ভারতীয় তারকাই। ২ কোটি টাকা খরচ করে কাশভি গৌতমকে দলে নিল গুজরাট জায়ান্টস। বৃন্দা দীনেশকে ১ কোটি ৩০ লক্ষ টাকা দিয়ে কিনল ইউপি ওয়ারিয়র্স। এর বাইরে মোটা অঙ্কের দর পেলেন আন্নাবেল সাদারল্যান্ড। ২ কোটি টাকার বিনিময়ে তাঁকে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।
[আরও পড়ুন: গোল করলেন এবং করালেন, মাইলফলকের ম্যাচ স্মরণীয় করে রাখলেন রোনাল্ডো]
এবার মহিলাদের নিলামে মোট ৩০ জন ক্রিকেটারকে কিনেছে পাঁচ দল। দিল্লি ক্যাপিটালস, মুম্বই ইন্ডিয়ান্স এবং ইউপি ওয়ারিয়র্সের দল মোটামুটি গোছানোই ছিল। এর বাইরে গুজরাট জায়ান্টস কিনেছে ১০ ক্রিকেটারকে। অন্য দামি তারকাদের মধ্যে ভালো দর পেয়েছেন শাবনিম ইসমাইল এবং ফোব লিচফিল্ড। এক কোটি ২০ লক্ষে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) নিয়েছে শাবনিমকে। এক কোটি টাকায় গুজরাট নিয়েছে লিচফিল্ডকে।
[আরও পড়ুন: ‘মেজাজ দেখালে আমিও ছাড়ব না’, আইপিএলে কোহলি-নবীন ঝামেলা ফের উসকে তোপ গম্ভীরের]
মজার কথা হল, এবারের নিলামে দল পেয়েছেন ইংল্যান্ডের মহিলা ক্রিকেটার ড্যানি ওয়াট। তিনি বিরাট কোহলিকে (Virat Kohli) বিয়ের প্রস্তাব দিয়ে দৃষ্টি আকর্ষণ করেছিলেন সবার। ইউপি ওয়ারিয়র্সে গেলেন তিনি। বেস প্রাইস ৩০ লাখে তাঁকে নেওয়া হয়েছে।