সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবারের মতো ওলিম্পিকের রিংয়ে নামাটা হয়তো স্বপ্নই থেকে যাবে নরসিংহ যাদবের৷ জাতীয় ডোপ-বিরোধী সংস্থা (নাডা) ভারতীয় কুস্তিগিরকে অনেক দিন আগেই সবুজ সংকেত দিয়েছে৷ কিন্তু এখনও পর্যন্ত আন্তর্জাতিক অ্যান্টি-ডোপিং সংস্থার (ওয়াডা) থেকে ছাড়পত্র না পাওয়ায় রিও পাড়ি দিতে পারেননি নরসিংহ৷ এবার নাডা-র রিপোর্ট পুনরায় খতিয়ে দেখার জন্য কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টসের দ্বারস্থ হল ওয়াডা৷
১৮ আগস্ট মামলার শুনানি৷ ঠিক তার পরের দিন ৬৪ কেজি বিভাগে ওলিম্পিকের মঞ্চে নামার কথা নরসিংহের৷ যা পরিস্থিতি, তাতে ভারতীয় কুস্তিগিরের না যাওয়ার সম্ভাবনাই বেশি৷
নরসিংহের ওলিম্পিক ভবিষ্যত অনিশ্চয়তার দিন আবার রিওতে হতাশ করলেন আরেক কুস্তিগির হরদীপ সিং৷ ৯৪ কেজি বিভাগে তুরস্কের ইলডেমের কাছে পরাস্ত হলেন হরদীপ৷
এদিকে, চলতি ওলিম্পিক শেষ হওয়ার আগেই প্রয়াত হলেন ফিফার প্রাক্তন প্রেসিডেন্ট তথা আন্তর্জাতিক ওলিম্পিক কমিটির (আইওসি) সদস্য জোয়াও হ্যাভলেঞ্জ৷ ১৯৬৩ থেকে ২০১১ সাল পর্যন্ত আইওসি-র সদস্যপদে ছিলেন তিনি৷ বার্ধক্যজনিত কারণেই ১০০ বছর বয়সে পরলোক গমন করলেন জোয়াও৷
The post রিও যাওয়ার আশা কার্যত শেষ নরসিংহের appeared first on Sangbad Pratidin.