shono
Advertisement

Breaking News

‘রাস্তা আটকে নমাজ পড়া বন্ধ হোক’, সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট তসলিমা নাসরিনের

আর কী লিখলেন তসলিমা?
Posted: 10:05 AM Apr 19, 2022Updated: 11:06 AM Apr 19, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাস্তায় বসে নামাজ পড়ার বিরোধিতা করে এবার বিতর্কের মুখে পড়লেন লেখিকা তসলিমা নাসরিন (Taslima Nasrin)। তসলিমার সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে ইতিমধ্যেই তুমুল শোরগোল শুরু হয়ে গিয়েছে নেটপাড়ায়। নেটিজেনদের একাংশ তো ক্ষেপে লাল লেখিকার উপর। অন্যদিকে তসলিমার সঙ্গে সহমত পোষণও করেছেন অনেকে।

Advertisement

তা ঠিক কী লিখেছেন তসলিমা?

তসলিমা টুইটারে লিখলেন, ‘নমাজ পড়ার অধিকার নিয়ে আমি মুসলিমদের সমর্থন করি। যদিও আমি মনে করি নমাজ পড়ার সবচেয়ে সঠিক স্থান, নিজের বাড়ি। তবে যখন তাঁরা রাস্তা আটকে এবং সমস্যার সৃষ্টি করে নমাজ পড়েন, সেটাকে আমি একদমই সমর্থন করি না। গোটা বিশ্বে রাস্তা আটকে নমাজ পড়া বন্ধ করা হক।’

[আরও পড়ুন: বড়পর্দায় প্রথমবার জুটি বাঁধছেন কৌশিক-অপরাজিতা, অন্যরকম দাম্পত্যের গল্প বলবে ‘কথামৃত’ ]

নানা সময়ে, নানা বিষয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা যায় তসলিমাকে। এর আগে বাংলাদেশে বোরখা নিষিদ্ধ করা নিয়ে মুখ খুলেছিলেন লেখিকা। কাশ্মীর ফাইলসের মতো বাংলাদেশ থেকে হিন্দুদের বিতারিত করা নিয়ে সিনেমা তৈরি করার আবেদনও করেছিলেন তসলিমা। একদিকে যখন গোটা দেশে মসজিদের লাউডস্পিকার নিয়ে বিতর্ক দানা বাঁধছে। ঠিক সেই সময়ই রাস্তায় বসে নামাজ পড়ার বিরোধিতা করে বিতর্ককে উসকে দিলেন তসলিমা।

[আরও পড়ুন: রহস্যে মোড়া ‘থর’ মরুভূমিতে ছেলের সঙ্গে জুটি বাঁধলেন অনিল কাপুর, দেখুন ট্রেলার ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement