সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেশিদিন আগের কথা নয়, এই হপ্তা দু’য়েক আগেও বিশ্ব ক্রিকেটে ছেয়ে ছিল তাঁদের নাম। একের পর এক দৃষ্টিনন্দন পারফরম্যান্সে মাতিয়ে রেখেছিলেন ক্রিকেটভক্তদের। আইপিএলের (IPL 2024) মঞ্চ থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে প্রত্যাশার পারদ একেবারে সপ্তমে তুলে দিয়েছিলেন বিরাট কোহলি, শুভমন গিল, মহম্মদ শামিরা। ক্রিকেটপ্রেমীদের একটা বড় অংশ ধরেই নিয়েছিল, আইপিএলের এই ফর্ম ধরে রাখতে পারলে ভারতের টেস্ট ফাইনাল জেতা কেউ আটকাতে পারবে না।
কিন্তু আইপিএল আর টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ মঞ্চ যে এক নয়, সেটা বুঝিয়ে দিলেন বিরাটরাই। শুভমন গিল সদ্য শেষ হওয়া আইপিএলের ১৭ ইনিংসে ৮৯০ রান করেছিলেন তিনি। ৩টি সেঞ্চুরি, চারটি হাফ সেঞ্চুরি, কমলা টুপি-সহ একের পর এক সেরার পুরস্কার, কী জেতেননি তিনি। সঙ্গে জুটেছে সম্মানের খেতাব ভারতীয় ক্রিকেটের রাজপুত্র। টেস্ট ফাইনালের দুই ইনিংস মিলিয়ে সেই শুভমনের সংগ্রহ ৩১ রান। দ্বিতীয় ইনিংসে তাঁর আউট নিয়ে বিতর্কের অবকাশ অবশ্যই আছে, কিন্তু তিনি যে দুই ইনিংসেই খারাপ শট খেলে আউট হয়েছেন, তাতে সংশয় নেই।
[আরও পড়ুন: মানুষের মতোই আবেগ, অনুভূতি আছে পশুদেরও, মন্তব্য বম্বে হাই কোর্টের]
একই কথা প্রযোজ্য কিং কোহলির জন্য। আইপিএলে কিন্তু বিরাটও দারুন ছন্দে ছিলেন। ১৪ ইনিংসে ৬৩৯ রান করেছিলেন তিনিও। আইপিএল চলাকালীনও একাধিকবার সাক্ষাৎকারে তিনি টেস্ট টেস্ট ফাইনালের প্রস্তুতির কথা উল্লেখ করেছেন। অথচ চূড়ান্ত মঞ্চে এসে তিনিও চূড়ান্ত ব্যর্থই হলেন। দ্বিতীয় ইনিংসে বিরাটের হাত ধরে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন ভারত দেখছিল বটে, কিন্তু তিনি যেভাবে অফ স্ট্যাম্পের থেকে প্রায় ১ মিটার বাইরের বল তাড়া করে গিয়ে নিজের উইকেটটি ছুঁড়ে দিয়ে এলেন, সেটা দেখলে হয়তো তিনি নিজেও হতাশ হতেন। দুই ইনিংসে তাঁরও সংগ্রহ মোটে ৬৩। মহম্মদ শামিও আইপিএলে নতুন বলে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। কিন্তু টেস্ট ফাইনালে প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনিও।
[আরও পড়ুন: বেঁধে দেওয়া হল ২৩টি নিত্যপ্রয়োজনীয় ওষুধের দাম, কবে থেকে স্বস্তি পাবেন গ্রাহকরা]
বিশেষজ্ঞরা মনে করছেন, টেস্ট ফাইনালে ভারতের বিপর্যয়ের জন্য সরাসরি আইপিএলকে দোষ দেওয়া যেমন ঠিক হবে না, তেমনই আইপিএলকে পুরোপুরি ক্লিনচিট দেওয়াটাও বোধ হয় ঠিক হবে না। কারণ বিরাট-রোহিতরা যেভাবে রানের পিছনে ছুটতে গিয়ে নিজেদের উইকেটগুলি ছুঁড়ে দিয়ে এলেন, সেটা সম্ভবত আইপিএলের হ্যাংওভার না থাকলে হত না।