shono
Advertisement

‘আম্পায়ার আরও দেখে সিদ্ধান্ত নিতে পারতেন’, শুভমানের আউট নিয়ে হতাশ রোহিত

আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নেওয়া উচিত, মত বিসিসিআইয়ের।
Posted: 07:01 PM Jun 11, 2023Updated: 07:08 PM Jun 11, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুভমান গিল (Shubman Gill) কি আদৌ আউট ছিলেন? বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের আত্মসমর্পণের পর আরও বেশি করে চর্চায় উঠে আসছে এই প্রশ্ন। ম্যাচে হারের পর সাংবাদিক সম্মেলনে এসে এই আউট নিয়ে হতাশা চাপতে পারলেন না অধিনায়ক রোহিত শর্মাও (Rohit Sharma)। সাফ জানিয়ে দিলেন, তৃতীয় আম্পায়ারের এই সিদ্ধান্তে তিনি একেবারে হতাশ। তবে আইসিসির তরফে পরোক্ষ বার্তা দেওয়া হয়েছে, গিলের ক্যাচ নিয়ে কোনও সংশয় নেই। বিসিসিআইয়ের তরফে রাজীব শুক্লার মতে, এই সিদ্ধান্ত মেনে নেওয়াই উচিত।

Advertisement

শুভমানের ব্যাটে লেগে উড়ে আসা বল আদৌ তালুবন্দি করতে পেরেছিলেন ক্যামেরন গ্রিন? এই প্রশ্নের উত্তর খুঁজতে তিন-চার বার ভিডিও ফুটেজ দেখেন টিভি আম্পায়ার। তখন দুই অ্যাঙ্গেল থেকে দুরকম দৃশ্য ধরা পড়ে। একটি অ্যাঙ্গেল থেকে মনে হয় ক্যাচটি ধরা হয়েছে। অন্যদিকে মনে হয় তালুবন্দি হওয়ার আগে বল মাটি ছুঁয়েছিল। এই গোটা প্রক্রিয়াকেই কাঠগড়ায় তুলেছেন রোহিত। 

[আরও পড়ুন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে আবারও হার ভারতের, বিপর্যয়ের নেপথ্যে কোন ৩ কারণ?]

সাংবাদিক সম্মেলনে ভারতীয় অধিনায়ক সাফ জানান, “গিলের আউটটা সত্যিই খুব হতাশাজনক। যখন আইপিএলে এরকম অবস্থা হয়, সেটা খতিয়ে দেখার জন্য দশ রকমের অ্যাঙ্গেল থাকে। কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (World Test Championship Final)-এরকম বড় মঞ্চে মাত্র দু’টি ক্যামেরা অ্যাঙ্গেল পাওয়া গেল। মাত্র তিন-চার বার দেখেই আম্পায়ার সিদ্ধান্ত নিয়ে ফেললেন। বিষয়টা আউটের নয়। সঠিক তথ্য কেন আম্পায়ারের কাছে থাকছে না, সেটা নিয়ে চিন্তাভাবনা করা দরকার। তবে গিলের আউট অবশ্যই খুব হতাশার।” যদিও আইসিসি সূত্রে জানা গিয়েছে, ম্যাচে ৩৫টি ক্যামেরা অ্যাঙ্গেলের ব্যবস্থা ছিল। এছাড়াও নয়া নিয়ম অনুযায়ী, ফিল্ডারের একটি আঙুলও যদি বলের তলায় থাকে, তাহলে সেটাকে ক্যাচ বলেই ধরা হবে। ফলে রোহিতের দাবিকে কার্যত খারিজ করে দিয়েছে আইসিসি। 

বিতর্কিতভাবে আউট হয়ে নিজের অসন্তোষ চেপে রাখতে পারেননি গিলও। ম্যাচের পরেই ইনস্টাগ্রাম স্টোরিতে আউটের ছবি দিয়ে ব্যঙ্গাত্মকভাবে হাততালির ইমোজি পোস্ট করেন। হুহু করে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে শুভমানের পোস্টের এই স্ক্রিনশট। তারপরেই মুখ খোলেন বিসিসিআই ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা। তিনি বলেন, “এই আউট নিয়ে অযথা বিতর্ক তৈরি করে লাভ নেই। তৃতীয় আম্পায়ার যা সিদ্ধান্ত নিয়েছেন সেটাই মেনে নেওয়া দরকার।” গ্রিনের ক্যাচ নিয়ে প্রশ্ন ওঠার পরেই আইসিসির তরফে কয়েকটি ছবি টুইট করা হয়। সেখানে অবশ্য ক্যাচটি ধরা হয়েছে বলেই দেখা গিয়েছে। এই পোস্ট দেখে ক্রিকেটপ্রেমীদের প্রশ্ন, আম্পায়ারের ভুল ঢাকতেই কি এই পোস্ট? 

[আরও পড়ুন: কোচ বদলায়, বদলায় ক্যাপ্টেনও, ভাগ্য বদলায় না! আরও প্রকট ভারতের ‘চোকার্স’ তকমা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement