সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডমিনিকার পিচ মন্থর। বল পড়ে ঠিকঠাক গতিতে ব্যাটসম্যানদের কাছে আসছে না। ফলে শট খেলার সময়ে ব্যাটসম্যানকে শক্তি প্রযোগ করতে হচ্ছে। সর্বশক্তি দিয়ে শট মারলেও সেই বল বাউন্ডারি লাইন পর্যন্তই পৌঁছচ্ছে না। সোশ্যাল মিডিয়ায় ডমিনিকার বাইশ গজ নিয়ে সমালোচনা চলছে। এবার ক্রিকেটাররাও বাইশ গজ নিয়ে সমালোচনা করলেন। তা ধরা পড়ল স্টাম্প মাইক্রোফোনে।
প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করার সময়ে যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal) নালিশ করতে শোনা গেল বিরাট কোহলির (Virat Kohli) কাছে।
[আরও পড়ুন: ‘মোহনবাগানের সঙ্গে চুক্তি বিয়ের সেরা উপহার’, সবুজ-মেরুনে সই করে বলছেন সাহাল]
সিনিয়র পার্টনার বিরাটকে কী বললেন যশস্বী? অভিষেকেই নজর কাড়া ভারতের ওপেনারকে ব্যাট করার সময়ে বলতে শোনা গিয়েছে, শট মারার সময়ে তিনি যথেষ্ট জোরেই মারছেন ঠিকই কিন্তু সেই বল বাউন্ডারি পর্যন্ত পৌঁছচ্ছে না। স্টাম্প মাইক্রোফোনে ধরা পড়ে যশস্বীর কথাগুলো। যশস্বী বলছিলেন, ”জোর সে মার রাহা হুঁ, জা হি নহি রাহা।”
ওয়েস্ট ইন্ডিজের বোলিংয়ে আগের সেই বিষ নেই। ক্যারিবিয়ান বোলারদের নিয়ে ছেলেখেলা করে অভিষেক টেস্টেই সেঞ্চুরি হাঁকান ২১ বছরের যশস্বী। ভারতের তৃতীয় ওপেনার হিসাবে অভিষেক টেস্টে শতরানের নজির গড়লেন এই বাঁ-হাতি ব্যাটার। এই প্রথম কোনও ভারতীয় ওপেনার যিনি বিদেশের মাটিতে অভিষেকে সেঞ্চুরি পেলেন।একা যশস্বী নন, শতরানের দেখা পেলেন ভারত অধিনায়ক রোহিত শর্মাও (Rohit Sharma)।
১০৩ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। নেতৃত্বের মুকুট মাথায় ওঠার পর থেকে তাঁর ব্যাটে রানের খরা দেখা যাচ্ছিল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পর নেতৃত্বের পাশাপাশি তাঁর ব্যাটিং নিয়েও প্রশ্ন উঠে গিয়েছিল। ডমিনিকায় এদিনের ধৈর্যশীল শতরানের ইনিংসে সেই সব সমালোচনার যোগ্য জবাব ফিরিয়ে দিলেন হিটম্যান।