shono
Advertisement

জল্পনা শেষ, উত্তরপ্রদেশের নয়া মুখ্যমন্ত্রী হলেন যোগী আদিত্যনাথ

খবর সংবাদসংস্থা এএনআইয়ের... The post জল্পনা শেষ, উত্তরপ্রদেশের নয়া মুখ্যমন্ত্রী হলেন যোগী আদিত্যনাথ appeared first on Sangbad Pratidin.
Posted: 05:15 PM Mar 18, 2017Updated: 01:46 PM Mar 18, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে যোগী আদিত্যনাথকেই উত্তরপ্রদেশের নয়া মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নেওয়া হল৷ বিজেপির অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্ট থেকে শনিবার সন্ধ্যা সাতটা নাগাদ ট্যুইট করে জানানো হয় যে, রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী হচ্ছেন যোগী আদিত্যনাথ৷ উপ-মুখ্যমন্ত্রী হচ্ছেন কেশব মৌর্য ও দীনেশ শর্মা৷

Advertisement

আজ বিকেলেই কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নায়্ডু ও বিজেপির সাধারণ সম্পাদক ভূপেন্দ্র যাদবের উপস্থিতিতে দলের বিধায়করা বৈঠকে বসেন৷ সূত্রের খবর, সেই বৈঠকেই আদিত্যনাথকে উত্তরপ্রদেশের নয়া মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নেওয়া হয়৷ যোগী আদিত্যনাথ, ভূপেন্দ্র যাদব, ওম মাথুর, মৌর্য ও সুনীল বনশলকে নিয়ে ওই বৈঠকের আগে আরেকটি গোপন বৈঠক করে বিজেপির শীর্ষ নেতৃত্ব৷

উত্তরপ্রদেশ নির্বাচনে ৪০৩টি বিধানসভা আসনের মধ্যে ৩২৫ আসন পেয়ে জয়ী হয়েছে বিজেপি৷ বিপুল জয়৷ অথচ ভোটের ফলপ্রকাশের ৭ দিন পরেও রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত ধোঁয়াশা রাখা হয়৷ আসলে উত্তরপ্রদেশ নিয়ে অতিরিক্ত সতর্ক ছিল বিজেপি, মনে করছে রাজনৈতিক মহল৷ গত বৃহস্পতিবারই কেন্দ্রীয় পর্যবেক্ষকরা লখনউয়ে সেখানকার বিধায়কদের সঙ্গে বৈঠকে করবেন বলে প্রথমে ঠিক হয়েছিল৷ শেষমুহূর্তে সেই বৈঠক পিছিয়ে শনিবার নির্ধারিত হয়৷ বিজেপি সূত্রের মতে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী নির্বাচনের ক্ষেত্রে যাতে কোনও ভুল পদক্ষেপ না হয়ে যায়, সেদিকে সতর্ক নজর ছিল দলের৷

এমনকী, কেন্দ্রীয় পর্যবেক্ষক বেঙ্কাইয়া নায়ডু ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ভূপেন্দ্র যাদবও যথেষ্ট মেপে পা ফেলছিলেন৷ রাজ্যের অনেক বিধায়ককেই দিল্লিতে দলের সদর দফতরে এসে মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে খোলাখুলি কথা বলার জন্য ডেকেও পাঠানো হয়৷ উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রীর দাবিদার হিসেবে প্রথম থেকেই সর্বাগ্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের নাম উঠে এসেছিল৷ বিজেপির মতাদর্শগত অভিভাবক রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের পক্ষ থেকেও রাজনাথের নাম সুপারিশ করা হয়েছে বলেই সূত্রের খবর৷ যদিও রাজনাথ প্রায় প্রতিদিনই তাঁর মুখ্যমন্ত্রী হওয়ার জল্পনাকে খারিজ করে দিচ্ছিলেন৷

[স্কুলগুলিকে জাতীয় পতাকার সম্মানরক্ষার দিকে নজর দিতে বলল সিবিএসসি]

নাম প্রকাশে অনিচ্ছুক দলের এক নেতার কথায়, “উত্তরপ্রদেশে তিনশোর বেশি বিধায়ক রয়েছে দলের৷ এই বিপুল সংখ্যক বিধায়কদের নিয়ন্ত্রণে রাখার মতো বড় কাজ রাজ্যের কোনও বিধায়কের পক্ষে খুবই মুশকিল৷ সেক্ষেত্রে এমন কোনও বড় নামের প্রয়োজন রয়েছে যাঁকে সবাই মান্য করবে৷ সেক্ষেত্রে কেন্দ্র থেকে কোনও বড় মাপের নেতাকে সেখানে মুখ্যমন্ত্রী করে পাঠানোই সবথেকে নিরাপদ৷ তাছাড়া সেখানকার মানুষের মনেও নতুন সরকারকে নিয়ে বিপুল আশা তৈরি হয়েছে৷ সেই চ্যালেঞ্জ সামলানোর মতো নেতা কেন্দ্র থেকেই হলেই ভাল হয়৷”

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দৌড়ে এতদিন পর্যন্ত রাজ্য বিজেপির সভাপতি কেশব প্রসাদ মৌর্যের নাম শোনা যাচ্ছিল৷ শনিবার মৌর্যকে উপ-মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়৷ তাঁর সঙ্গে একই পদ সামলাবেন দীনেশ শর্মা৷ সবকটি রাজ্যের মুখ্যমন্ত্রীর শপথ হয়ে গেলে কেন্দ্রীয় মন্ত্রিসভাতেও বড়সড় রদবদলের সম্ভাবনা রয়েছে৷ মনোহর পাররিকর প্রতিরক্ষামন্ত্রী পদ ছাড়ার পরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি সেই দায়িত্ব সামলাচ্ছেন৷ কিন্তু প্রতিরক্ষা মন্ত্রকে পাকাপাকিভাবে মন্ত্রী রাখতে চায় সরকার৷ পীযূষ গোয়েল, ধর্মেন্দ্র প্রধানের মতো বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রীকে স্বাধীন দফতরে দায়িত্ব থেকে ‘ক্যাবিনেট’ স্তরে উন্নীত করা হতে পারে বলেও জল্পনা চলছে৷ অন্যদিকে, রাজ্যের বিরোধী দলনেতা কে হবেন, তা চূড়ান্ত করার দায়িত্ব দলের নেতা অখিলেশ যাদবের হাতেই ছাড়লেন সদ্য নির্বাচিত সমাজবাদী পার্টির বিধায়করা৷

[যোগী আদিত্যনাথ সম্পর্কে এই ১০টি তথ্য জানেন কি?]

The post জল্পনা শেষ, উত্তরপ্রদেশের নয়া মুখ্যমন্ত্রী হলেন যোগী আদিত্যনাথ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement