shono
Advertisement

বদলাচ্ছে মুজাফ্ফরনগরের নাম! যোগীর কাছে প্রস্তাব পেশ বজরঙ্গ দলের

কোন নামের দাবি তোলা হল? The post বদলাচ্ছে মুজাফ্ফরনগরের নাম! যোগীর কাছে প্রস্তাব পেশ বজরঙ্গ দলের appeared first on Sangbad Pratidin.
Posted: 02:46 PM Oct 20, 2018Updated: 02:46 PM Oct 20, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঐতিহ্যশালী এলাহাবাদের নাম বদলে হচ্ছে প্রয়াগরাজ৷ ইতিমধ্যে এই বিষয়ে সবুজ সংকেতও দিয়ে দিয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন মন্ত্রিসভা৷ এরমধ্যে মুজাফ্ফরনগরেরও নাম পরিবর্তনের দাবি তুলল গেরুয়াপন্থী সংগঠনগুলি৷ বিশেষ করে বজরঙ্গ দল৷ তাঁদের দাবি, এই শহরের নাম পালটে রাখতে হবে লক্ষ্মীনগর৷

Advertisement

[টানা ১০ দিন হোটেলে আটকে রেখে বাঙালি তরুণীকে গণধর্ষণ, গ্রেপ্তার দুই]

জানা গিয়েছে, এই বিষয়ে প্রস্তাবও পেশ হয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে৷ স্থানীয় বিজেপি বিধায়ক কপিলদেব আগরওয়ালের দাবি, মুঘল রাজত্বের আগে এই শহরের নাম নাকি লক্ষ্মীনগরই ছিল৷ পরে মুঘলরা সাম্রাজ্য বিস্তার করলে তাঁরা এই শহরের নাম পালটে দেন এবং এর নাম দেন মুজাফ্ফরনগর৷ ওই বিজেপি বিধায়ক আরও জানান যে, এই দাবি নতুন নয়৷ ১৯৮৩-তে একই দাবিতে সরব হয়েছিল বিশ্ব হিন্দু পরিষদও৷ কিন্তু তখন তা করা হয়নি৷ এখন যাতে এই তাঁদের তোলা প্রস্তাব বাস্তবায়ন হয়, সেই চেষ্টাই করছে গেরুয়াপন্থী সংগঠনগুলি৷ সূত্রের খবর, ইতিমধ্যে তাঁদের ব্যানারে মুজাফ্ফরনগরের নাম লক্ষ্মীনগর হিসাবে ব্যবহার করতে শুরু করে দিয়েছে বজরঙ্গ দল৷ বিভিন্ন গ্রামে এই ব্যানার টাঙিয়েই সভা করছে তাঁরা৷ দলের অন্যতম নেতা অঙ্কুর রানার দাবি, দু’হাজার বছর আগে এই শহরের নাম ছিল লক্ষ্মীনগর৷ পরে মুঘল আমলে নাম পরিবর্তন করা হয়৷ যদিও এই বিষয়ে তাঁর কাছে কোনও তথ্য নেই বলে জানিয়েছেন অজয় পাল সিং৷ যিনি ওই মুজাফ্ফরনগরের এসডি ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের প্রধান৷

[কন্যাদের সুরক্ষা দিতে পারে আরএসএস শাখাগুলি, মন্তব্য সত্যার্থীর]

ঐতিহ্যমণ্ডিত মুগলসরাই রেল স্টেশনের নাম বদলেছে উত্তরপ্রদেশ সরকার৷ সরকারিভাবে মুগলসরাইয়ের নাম বদলে রাখা হয়েছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় রেল স্টেশন৷ যোগীর রাজ্যে বদলাচ্ছে আরও তিন বিমানবন্দরের নাম৷ বদলের তালিকায় রয়েছে এলাহাবাদ ও ফৈজাবাদের নামও৷ বদলের দাবি তুলেছে বিশ্ব হিন্দু পরিষদ৷ তাঁদের দাবি, রামায়ণে অযোধ্যা, ফৈজাবাদ, বিথুর, জৈনপুর, বারাণসী, প্রতাপগড় ও বাস্তির কথা একাধিকবার উল্লেখ রয়েছে৷ সংস্কৃতির পীঠস্থান বলেও এই এলাকাগুলি পর্যটক ও হিন্দু ধর্মের প্রধান তীর্থক্ষেত্র বলে পরিচিতি রয়েছে৷ ভাটকুন্ড ও সরযূ নদীকে কেন্দ্র করে গড়ে ওঠা প্রাচীন ভারতের ঐতিহ্য এখনও বহমান৷ কিন্তু, ঐতিহ্য ধরে রাখলেও ‘নাম’-এই আপত্তি রয়েছে বিশ্ব হিন্দু পরিষদের৷

The post বদলাচ্ছে মুজাফ্ফরনগরের নাম! যোগীর কাছে প্রস্তাব পেশ বজরঙ্গ দলের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement