shono
Advertisement

Breaking News

নোটিস দিয়ে বিয়ের অনুষ্ঠানে নিষেধাজ্ঞা জারি যোগী সরকারের

কোথায় ঘটল এমন আজব কাণ্ড? The post নোটিস দিয়ে বিয়ের অনুষ্ঠানে নিষেধাজ্ঞা জারি যোগী সরকারের appeared first on Sangbad Pratidin.
Posted: 05:49 PM Dec 01, 2018Updated: 05:49 PM Dec 01, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে, দুটি পরিবারের মধ্যে লাখ কথার পরেই নাকি বিয়ে হয়৷ বিয়ের দিন ঠিক করা থেকে কোথায় অনুষ্ঠান হবে সেই জায়গার বন্দোবস্ত করা, আয়োজনের শেষ নেই৷ দুটি পরিবারের সুবিধা-অসুবিধার কথা ভেবেই সাধারণত ব্যবস্থাপনা করা হয়৷ কিন্তু যোগীর রাজ্যে ঘটছে আজব কাণ্ড৷ এখানে দুটি পরিবার নয়, রাজ্য সরকারের নির্ধারিত দিনেই বিয়ে করতে হচ্ছে যুবক-যুবতীদের৷ যোগী আদিত্যনাথের এহেন নির্দেশ শুধু আপনাকে নয়, অবাক করেছে গোটা রাজ্যের মানুষকেই৷

Advertisement

[এই গ্রামে ঋতুমতী অবস্থায় স্কুলে যেতে মানা কিশোরীদের]

যোগীর জারি করা নয়া নির্দেশিকা অনুযায়ী, সামনের বছরের জানুয়ারী থেকে মার্চের মধ্যে প্রয়াগরাজ বা ফৈজাবাদে বিয়ে করতে পারবেন না ওই রাজ্যের যুবক-যুবতীরা৷ ইতিমধ্যেই ওই নির্দেশিকা জেলা প্রশাসনিক কর্তাব্যক্তিদের কাছে পৌঁছে দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ কুম্ভমেলার কথা মাথায় রেখেই নাকি বিয়ের অনুষ্ঠানের উপর এহেন নিষেধাজ্ঞা জারি করেছেন তিনি৷ ওই বিবৃতিতে লেখা হয়েছে, মকর সংক্রান্তি এবং পৌষ পূর্ণিমা উপলক্ষে জানুয়ারিতে গঙ্গাস্নান করবেন পুণ্যার্থীরা৷ পুণ্যলাভের আশায় ফ্রেবুয়ারির মৌনী অমাবস্যা, মাঘী পূর্ণিমা এবং বসন্ত পঞ্চমী তিথিতেও গঙ্গাস্নান করেন অনেকেই৷ এছাড়া মার্চে রয়েছে শিবরাত্রির গঙ্গাস্নান৷ এই সময়ে স্বাভাবিকভাবেই গঙ্গার ঘাটে ভিড় জমান বহু মানুষ৷ তার উপর আবার বিয়ের মতো সামাজিক অনুষ্ঠান থাকলে গঙ্গার ঘাটে আরও ভিড় বাড়বে৷ সেক্ষেত্রে যেকোনও মুহূর্তে ঘটতে পারে বিপদ৷ রাজ্যবাসী যাতে কোনও বিপদে না পড়েন, তাই এহেন উদ্যোগ যোগী সরকারের৷

[মহাপ্রলয়ে ধ্বংস হতে পারে হিমালয়! কী বলছেন বিজ্ঞানীরা?]

নতুন বছর শুরু হতে আর মাত্র মাসখানেক বাকি৷ যাঁরা সামনের বছরের গোড়ার দিকে বিয়ের আয়োজন করেছেন, সমস্যায় পড়েছেন তাঁরা৷ ইতিমধ্যে অনেকেই বিয়ের অনুষ্ঠানের জন্য বাড়ি ভাড়া করে ফেলেছেন, কেউ কথা বলে ফেলেছেন ক্যাটারিং সংস্থার সঙ্গেও৷ যার ফলে সমস্যায় পড়েছেন অনেকেই৷ আচমকা এই নির্দেশিকায় বিরক্ত বিবাহযোগ্য যুবক-যুবতী এবং তাঁদের পরিজনেরা৷ বিয়ের মরশুমে ব্যবসায় একটু বেশি লাভের আশা করে ক্যাটারিং সংস্থাগুলি৷ যোগীর এহেন আজব নির্দেশিকাকে ভাল চোখে দেখছেন না ব্যবসায়ীরা৷ লোকসানের কথা ভেবে হতাশ তাঁরা৷

The post নোটিস দিয়ে বিয়ের অনুষ্ঠানে নিষেধাজ্ঞা জারি যোগী সরকারের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement