shono
Advertisement

শহরের বুকে ফুচকায়ণের নয়া রূপকথা

রকেট, বুলেট, চকোলেট, সেজওয়ানের ১৭ রকমের সম্ভারে সমৃদ্ধ 'ফেসবুক ফুচকাওয়ালা'৷ আপনার কোনটা পছন্দ? The post শহরের বুকে ফুচকায়ণের নয়া রূপকথা appeared first on Sangbad Pratidin.
Posted: 09:01 PM Sep 19, 2016Updated: 03:31 PM Sep 19, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টাটকা-তাজা খেতে মজা৷ না, হরিদাসের বুলবুল ভাজা নয়, এ কাহিনি ফুচকায়ণের৷ ফচকে বাঙালি হোক বা বুদ্ধিজীবী, রাস্তায় ফুচকাওয়ালার সামনে হাত পেতে দাঁড়াননি, এমন বাঙালি বাংলায় কেন ভূ-ভারতেও খুঁজে পাওয়া যাবে না৷ রাস্তার এই খাবারের খাদ্যগুণ ছড়িয়েছে ভার্চুয়াল জগতেও৷ সৌজন্যে তিলোত্তমার ‘ফেসবুক ফুচকাওয়ালা’৷

Advertisement

আলিপুর রোড ধরে এগোলেই গার্ডেন ক্যাফের মোড়ে ভিড়টা দেখতে পাওয়া যাবে৷ ভিড়ের নেপথ্যের কারিগর প্রভাস৷ যার দৌলতে কলকাতার ফুচকায় এসেছে ফিউশন৷ দই ফুচকা, আলুর দম ফুচকা, চকোলেট ফুচকা, রকেট ফুচকা, বুলেট ফুচকা থেকে টমেটো, সেজওয়ান ফুচকা – মোট ১৭ ধরণের ফুচকার পসরা সাজিয়ে রোজ রাস্তায় পসরা সাজিয়ে বসেন প্রভাস৷ সঙ্গে মিনারেল ওয়াটার দিয়ে তৈরি তিন রকমের টক-জল৷

শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন প্রভাসের ফুচকার খোঁজে৷ অনেকে আবার নিয়ম করে আসেন৷ গুণগ্রাহীরাই প্রভাসের প্রচারের মাধ্যম৷ তাঁর ফুচকা ফিউশনের খবরে দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন গার্ডেন ক্যাফের ফুচকাওয়ালার সামনে৷ সবাই চান আধুনিক ফুচকায়ণের সাক্ষী হতে৷ আপনি কোনটা খাবেন, আপনার ইচ্ছে!

The post শহরের বুকে ফুচকায়ণের নয়া রূপকথা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement