shono
Advertisement

বাড়িতে ডেকে হরিদেবপুরে নাবালিকাকে ‘ধর্ষণ’, ছেলেকে সাহায্য করে শ্রীঘরে মা

ঘটনার প্রায় দু'মাস পর অভিযোগ দায়ের করে নির্যাতিতা।
Posted: 05:16 PM Dec 17, 2022Updated: 05:21 PM Dec 17, 2022

অর্ণব আইচ: প্রত্যেক মা-ই চান, তাঁর সন্তান যেন কোনও কুকর্ম না করে। তবে সম্পূর্ণ ব্যতিক্রমী ঘটনার সাক্ষী হরিদেবপুর। বাড়িতে ডেকে বেহুঁশ করে মায়ের মদতেই নাবালিকাকে লাগাতার ধর্ষণের অভিযোগ। হরিদেবপুরের ঘটনা জানাজানি হওয়ার পর তীব্র উত্তেজনা। ঘটনার প্রায় দু’মাস পর অভিযোগ দায়ের করে নির্যাতিতা। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার অভিযুক্ত যুবক ও তার মা।

Advertisement

অভিযুক্ত যুবকের মায়ের পরিচিত নাবালিকা। একসঙ্গে বিউটিশিয়ান কোর্স করত দু’জনে। বাড়িতে একটি অনুষ্ঠানের কথা বলে নাবালিকাকে আমন্ত্রণ জানান মহিলা। রাতে সেখানেই ছিলেন নাবালিকা। অভিযোগ, সেখানেই মাদক মেশানো খাবার খাওয়ানো হয় নাবালিকাকে। তার ফলে অচৈতন্য হয়ে পড়ে সে। অভিযোগ, সেই সুযোগ একাধিকবার নাবালিকাকে ধর্ষণ করে ওই মহিলার ছেলে।

[আরও পড়ুন: ৪ বছরে একবারও গ্রামে যাননি, রানাঘাটের সভায় পঞ্চায়েত প্রধানকে ইস্তফার নির্দেশ অভিষেকের]

এরপর ভয়ে মুখ বন্ধ রাখে নাবালিকা। মানসিক এবং শারীরিকভাবে ভেঙে পড়ে সে। এভাবে অসুস্থ হয়ে পড়ে। এক বন্ধুর কাছে কান্নায় ভেঙে পড়ে নাবালিকা। এরপর শুক্রবার হরিদেবপুর থানার দ্বারস্থ হয় সে। যুবক এবং তাঁর মায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে নাবালিকা। অভিযুক্তদের বিরুদ্ধে পকসো আইন-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়।

অভিযোগ পাওয়ামাত্রই তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করে পুলিশ। কুণাল কোঠারি এবং তার মা অনুশ্রী কোঠারিকে গ্রেপ্তার করেন তদন্তকারীরা। ধৃত যুবক মাত্র ১৮ বছর বয়সি। কেন নিজের ছেলেকেই ধর্ষণে মদত দিল মহিলা, তা খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা। ধর্ষণের নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তাও তদন্তসাপেক্ষ বলে মনে করছেন তদন্তকারীরা।

[আরও পড়ুন: গরু পাচার মামলা: অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা পিছোল, ইডির মামলায় শুনানি শেষে স্থগিত রায়দান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement