সঞ্জিত ঘোষ, নদিয়া: ২৪ ঘণ্টাও পেরোয়নি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত হয়েছেন। তাঁর প্রয়াণের কয়েকঘণ্টার মধ্যেই দেশের অর্থনৈতিক সংস্কারের রূপকারের আবক্ষ মূর্তি তৈরি করে তাক লাগিয়ে দিলেন শান্তিপুর শ্যামবাজার এলাকার মৃৎশিল্পী সৌরাজ বিশ্বাস। মাত্র ৪ ঘণ্টায় তিনি মূর্তিটি তৈরি করেছেন। প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতি অগাধ শ্রদ্ধা জানিয়ে তিনি মূর্তিটি তৈরি করেছেন বলে জানান।
বিশ্বকর্মা থেকে দুর্গা, কালী, জগদ্ধাত্রী হয়ে রাসপুজো– উৎসবের মরশুমে টানা ব্যস্ত থেকেছেন শান্তিপুরের মৃৎশিল্পী সৌরাজ। প্রতিবছর সুদূর বেঙ্গালুরু থেকে অসমের বিভিন্ন প্রান্তে যায় তাঁর নির্মিত প্রতিমা। এবছরও তার ব্যতিক্রম হয়নি। মাঝে কিছুদিনের ব্যবধানের পর ফের সরস্বতী পুজো, তারপর মাঘ-ফাল্গুন মাস থেকে শুরু হয়ে যাবে গোপালের মূর্তি নির্মাণের কাজ। তাছাড়া, সারা বছর বিভিন্ন কালীপ্রতিমা তৈরির অর্ডার তো রয়েইছে। তবে, বছরের এই সময়টা কাজের চাপ বেশ কিছুটা কমই থাকে।
সৌরাজ জানান, গতকাল রাতে প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণের খবর শুক্রবার সকালে তিনি খবরটা পান। তারপর থেকেই মনে হয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে মনমোহনের মূর্তি তৈরি করবেন তিনি। যেমন ভাবা, তেমন কাজ। ৪ ঘণ্টার মধ্যে মাটি দিয়ে ১২ ইঞ্চি চওড়া ১৮ ইঞ্চি লম্বা আবক্ষ মূর্তিটি তৈরি করে ফেলেন তিনি। মূর্তি তো তৈরি হল, কিন্তু বিক্রি করবেন কার কাছে? এই প্রশ্নের জবাবে সৌরাজ অকপটে জানালেন, এই মূর্তি তিনি বিক্রি করার জন্য তৈরি করেননি। তাঁর কথায়, "এই মূর্তি বিক্রি করা আমার উদ্দেশ্য নয়। তবে যদি অতি আগ্রহ নিয়ে কেউ যোগাযোগ করেন, সে ক্ষেত্রে তাঁকে মূর্তিটি দেওয়ার ব্যাপারে ভেবে দেখব।"