গ্রীষ্ম মানে ফ্যাশনকে গুডবাই নয়। নিজেকে পালটে ফেলা। সেই নেশায় বাজারে পা রাখার আগে নতুন প্রজন্মের অনেকেই ইন্টারনেটের ফ্যাশন দুনিয়া ঘুরে জেনে নিচ্ছেন পোশাকের খুঁটিনাটি৷ রকমারি ডিজাইন, রং। বিক্রেতাদের কথায়, ন্যাচরাল ফ্যাব্রিক ঘাম প্যাচপেচে গরমের মোকাবিলায় জন্য আদর্শ। তাই গ্রীষ্মের ফ্যাশন হিসেবে চোখ বুজে নিতে পারেন লিনেন ও কটন। কটন অথবা লিনেনের ট্রেন্ডি ওয়েস্টার্ন ওয়্যার এই সিজনের ‘টপ ট্রেন্ড’। লিখছেন বিশ্বজ্যোতি ভট্টাচার্য৷
গ্রীষ্ম মানেই দাবদাহ। রোদে পোড়া অস্থির সময়। প্যাচপ্যাচে ঘামে ভিজে একশা। মনে হতেই পারে ভরা গ্রীষ্মে স্মার্ট লুকের ইচ্ছেটাকে দুমড়ে ফ্যাশন দুনিয়াকে ‘গুডবাই’ জানিয়ে কুলারের পাশে সময় কাটাই। যতটা কম পোশাক শরীরে থাকে ততই যেন আরামদায়ক। কিন্তু তা হয় না। দিনভর গ্রীষ্ম যেমন সূর্যদেবের প্রখর তাপে টগবগ করে ফুটতে থাকে। একইভাবে কৃষ্ণচূড়া, রাধাচূড়ার শাখেশাখে ছড়ানো বাহারি রংয়ের স্নিগ্ধ পরশে প্রেমের জোয়ার আনে। তাই প্রকৃতির সঙ্গে নিজেও সেজে ওঠার সাধ জাগে।
[আরও পড়ুন: স্বাস্থ্যচর্চার বাইরে রূপচর্চারও অনবদ্য উপকরণ গ্রিন টি, রইল ব্যবহারের টিপস]
এজন্য অবশ্যই পছন্দের তালিকায় জুড়তে হয় এমন কিছু যা গরমেও রাখবে কুল ও কমফর্টেবল। এখন অবশ্য ঋতুর সঙ্গে পাল্লা দিয়ে সেজে উঠতে খুব একটা হ্যাপা নেই। বিশেষ করে পোশাকের দুনিয়ায়। কারণ, পরিস্থিতি বুঝে ফ্যাশন বিশেষজ্ঞরা অনেক আগে থেকেই মানানসই অনেক কিছু বাজারে হাজির করেন। এছাড়াও ভার্চুয়াল দুনিয়ায় অন লাইনের সুবিধা তো রয়েইছে। বাজারে পা রাখার আগে অনেকেই নেটে চোখ রেখে ফ্যাশন দুনিয়া ঘুরে জেনে নিচ্ছেন পোশাকের রকমারি ডিজাইন, রং।
এদিকে নতুন প্রজন্মের ক্রেতাদের মানসিকতা বুঝে সেজে উঠছে শপিংমল ও শোরুমগুলি। কথা বলতেই বিক্রেতা জানিয়ে দিতে ভুলছেন না, ন্যাচরাল ফ্যাব্রিক ঘাম প্যাচপ্যাচে গরমের জন্য আদর্শ। তাই গ্রীষ্মের ফ্যাশন হিসেবে চোখ বুজে নিতে পারেন লিনেন ও কটন। এখানেই শেষ নয়। বিক্রেতারা দাবি করছেন, কটন অথবা লিনেনের ট্রেন্ডি ওয়েস্টার্ন ওয়্যার এই সিজনের ‘টপ ট্রেন্ড’। কারণ, পিওর কটনের ওয়েস্টার্নস শুধু আরামদায়ক নয়। দেখতে ফ্যাশনেবল। মেনটেন করাও সহজ।
কটনের শর্ট ড্রেস থেকে শুরু করে লিনেনের লুজ ফিট ট্রাউজারস, মিলছে অনেক কিছুই। গ্রীষ্মে কটন অথবা লিনেনের লং ড্রেস অনেকেই পছন্দ করছেন। শপিং মলের কর্তারা জানাচ্ছেন, এই পোশাক ত্বককে সূর্যের সরাসরি তাপ থেকে অনেকটাই রক্ষা করে। এছাড়াও দেয় গ্রীষ্মের আদর্শ লুক। কয়েক বছর থেকে এথনিক এবং কনটেম্পোরারি ফ্যাশনের ফিউশন গোটা ফ্যাশন দুনিয়াকে চাগিয়ে রেখেছে। এবারও সেটার রমরমা। বাজারে এসেছে সুতি, খাদি, লিনেনের স্টাইলিশ ইন্দো-ওয়েস্টার্ন সামার ওয়ার্ডব।
[ আরও পড়ুন : সমুদ্রতটে বিকিনি বিপ্লব, বাঙালি এখন টু-পিস প্রেমী]
অফিস পার্টি অথবা ক্যাজুয়াল সানডে আউটিংয়ে সুতি অথবা লিনেনের ইন্দো-ওয়েস্টার্ন পোশাক বেছে নিলে মন্দ হবে না। স্টাইলিশ পালাজো প্যান্ট, নরমাল ট্রাউজারের থেকে অনেক বেশি আরামদায়ক বলছেন বিক্রেতারা। সুতির পালাজোর সঙ্গে স্টাইলিশ টপ ও জ্যাকেটের কম্বিনেশন মেয়েদের জন্য এবার গ্রীষ্মে আইডিয়াল ফ্যাশন। রয়েছে লিনেন ও সুতির শাড়িও। সেটাও এবার সামারের হিট ফ্যাশন ট্রেন্ড।
এই শাড়ি শুধু গরমে কম্ফর্টেবল নয়। স্টাইল স্টেটমেন্টে এনে দেয় কমপ্লিট মেকওভার। তরুণ-তরুণীদের ঝটাপট তৈরি হয়ে বাইরে যেতে আরামদায়ক পোশাক এখনও অবশ্যই টি-শার্ট। বাজারে এসেছে শিফন, অরগ্যানজা, সিল্ক টেক্সচার টি-শার্ট। টি-শার্টের কাটিং ও প্রিন্টিংয়ে রয়েছে বৈচিত্র্য। ছেলেদের জন্য সাধারণত একটু ঢোলাঢালা টি-শার্ট। মেয়েদের টি-শার্টের আদলে পরিবর্তন এসেছে। বাজারে এসেছে বেবিডল কাটিং, লং টি-শার্ট, হাতায় কুচি দেওয়া বেল স্লিভ টি-শার্ট। হাফ স্লিভের পাশাপাশি ফুল স্লিভের টি-শার্টও মিলছে। এছাড়াও রয়েছে, গ্রাফিক টি-শার্ট, স্ট্রাইপড টি-শার্ট, ক্লাসিক টি-শার্ট, ভিন্টেজ টি-শার্ট, স্ত্রিন প্রিন্টিং টি-শার্ট, টাই অ্যান্ড ডাই টি-শার্টও৷ যেমন ইচ্ছে, যেটা মন চায়, তুলে নিন আর চড়া রোদকে তুড়ি মেরে থাকুন কুল অ্যান্ড স্টাইলিস্ট৷
The post প্রবল দাবদাহে ফ্যাশনেবল ও আরামদায়ক থাকার সিক্রেট লিনেন-সুতির যুগলবন্দি appeared first on Sangbad Pratidin.