shono
Advertisement

আদিত্যনাথের ‘আপত্তিকর’ছবি পোস্ট করে গ্রেপ্তার যুবক

পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত৷ The post আদিত্যনাথের ‘আপত্তিকর’ ছবি পোস্ট করে গ্রেপ্তার যুবক appeared first on Sangbad Pratidin.
Posted: 04:28 AM Mar 21, 2017Updated: 06:45 PM Jan 02, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের নয়া মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে গ্রেপ্তার করা হল ২৫ বছরের এক যুবককে৷

Advertisement

রবিবারই উত্তরপ্রদেশের ২১তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন আদিত্যনাথ৷ পুলিশ জানায়, সেদিন রাতেই ফেসবুকের একটি নকল অ্যাকাউন্ট থেকে মুখ্যমন্ত্রীর আপত্তিকর ছবি পোস্ট করে বাদশা আবদুল রজাক নামের ওই যুবক৷ মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেই ছবি৷ গোটা ঘটনায় সরব হয় আদিত্যনাথের তৈরি হিন্দু যুববাহিনীর সদস্যরা৷ খবর পাওয়া মাত্র সিনিয়র পুলিশ আধিকারিককে সঙ্গে নিয়ে গাজিপুর জেলার প্রফেসরস কলোনিতে রজাকের বাড়িতে পৌঁছন জেলাশাসক সঞ্চয় ক্ষত্রী৷ রজারের পরিবার ও বন্ধুদের সঙ্গে যুববাহিনীর সদস্যরা মুখোমুখি হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে৷ এমন অবস্থায় রজাকের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়৷ তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাতভর সেখানে টহল দেয় পুলিশ৷ ইন্সপেক্টর সুরেন্দ্র কুমার পাণ্ডে জানান, জেরায় নিজের দোষ স্বীকার করে নিয়েছে রজাক৷ সোমবার তাকে আদালতে পেশ করা হয়৷ পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত৷

[সুখী দেশের তালিকায় পাকিস্তান, বাংলাদেশের থেকেও পিছিয়ে ভারত]

এদিকে উত্তরপ্রদেশের মসনদে আসিন হয়েই জোরদার কাজ শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ প্রথম দিনই জানিয়ে দিয়েছেন, উত্তরপ্রদেশের মন্ত্রীরা আর গাড়িতে লালবাতি ব্যবহার করতে পারবেন না। একই সঙ্গে আধিকারিকদের ১৫ দিনের মধ্যে সমস্ত স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসেব ও আয়করের অঙ্ক জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্যে পুলিশি ব্যবস্থার আরও উন্নতি করতে হবে জানান তিনি৷ যত তাড়াতাড়ি সম্ভব এলাহাবাদে খুন হওয়া বিএসপি নেতার হত্যাকারীকে আটক করার নির্দেশও দেন আদিত্যনাথ৷ মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে পারেন তিনি৷

[১০৪ বছরের বৃদ্ধার পা ছুঁয়ে প্রণাম মোদির, ভাইরাল ভিডিও]

The post আদিত্যনাথের ‘আপত্তিকর’ ছবি পোস্ট করে গ্রেপ্তার যুবক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement