সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খাস কলকাতায় গণপিটুনিত যুবকের মৃত্যুর অভিযোগ উঠল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শহর কলকাতার নারকেলডাঙা এলাকায়। মৃত যুবকের নাম রানা দাস (২৬)। এই ঘটনায় অভিযোগের তির মৃতের বন্ধুদের দিকে। অভিযোগ, পায়রা নিয়ে বিবাদের জেরেই পিটিয়ে খুন করা হয়েছে ওই যুবককে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা। যদিও নারকেলডাঙা থানায় খুনের অভিযোগ দায়েরের পর তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মৃত যুবকের দাদা রবি দাসের অভিযোগ, একটি পায়রার মৃত্যুর জন্য ওরা ভাইকে মেরে ফেললো। এতবার নিষেধ করলাম শুনলো না। পায়রা মৃত্যুর ক্ষতিপূরণও দিতে চেয়েছিলাম। কিন্তু তারা রাজি হয়নি। উলটে ভাইকে তুলে নিয়ে গিয়ে মেরে ফেলল। ঘটনায় অভিযোগ নিতে গড়িমসি করেছে পুলিশ। এমনটাই দাবি মৃতের পরিবারের।
[মাঝেরহাট সেতুভঙ্গে রাজ্যের দিকেই আঙুল তুলল রেল]
জানা গিয়েছে, কর্মক্ষেত্র থেকে বাড়ি ফিরে খাওয়াদাওয়া করে ঘুমিয়ে ছিলেন ওই যুবক। অভিযোগ, দুষ্কৃতীদের দলটি তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপর দাদা রবি দাসের সামনেই বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় রানাকে হাসপতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। রাতেই নারকেলডাঙা থানায় যান মৃতের পরিবারের সদস্যরা। অভিয়োগ, পুলিশ প্রথমে অভিযোগ নিতে চায়নি। বলা হয়, দেহ রেললাইনের ধার থেকে উদ্ধার হয়েছে। তাই বিষয়টি জিআরপি-র আওতায় পড়ে। পরে রাতের দিকে অভিয়োগ নেয় পুলিশ। তদন্তে নেমে এখনও পর্যন্ত তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ছেলের খুনের ঘটনায় ভাষা হারিয়েছেন মা অনিতা দাস। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি। গোটা এলাকা থমথমে হয়ে রয়েছে।
[ধ্বংসস্তূপে উদ্ধার আরও একজনের দেহ, সেতু বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ৩]
The post পায়রা নিয়ে বিবাদ, শহরে গণপিটুনিতে মৃত যুবক appeared first on Sangbad Pratidin.