অর্ণব আইচ: বিভিন্ন অছিলায় টাকা নিয়ে তা ফেরত দিতেন না বান্ধবী। তাই বান্ধবীর কাছ থেকে মোবাইল ছিনতাই করে গ্রেপ্তার হল এক তরুণ।
পেশায় অ্যাপ বাইকচালক ও খাবার সরবরাহকারী সংস্থার কর্মী ওই তরুণের বয়স কুড়ি পার হয়নি। কিন্তু বছর দু’য়েক আগেই এক নাবালিকাকে বিয়ে করে সে। তার স্ত্রী এখন অবশ্য সাবালিকা হয়েছেন। দক্ষিণ কলকাতার ভবানীপুরের একটি নামী স্কুলে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করার পর স্কুল ছেড়ে দেয় সে। পুলিশ জানিয়েছে, ধৃত তরুণের নাম বিশাল সাহা। তার বান্ধবী বালিগঞ্জের এক অভিজাত বহুতলে এক ব্যবসায়ীর বাড়িতে পরিচারিকার কাজ করেন। বিশালের থেকে তিনি অন্তত তিন বছরের বড়। মাস খানেক আগে দু’জনের মধ্যে পরিচয় হয়। তারই জেরে বিশালের বাইকে করে ওই তরুণী প্রায়ই ঘুরতে যেতেন।
[আরও পড়ুন: নিজের লম্বা চুল কেটে দান, ক্যানসার আক্রান্তদের পাশে থেকে প্রশংসা কুড়োচ্ছেন হুগলির ছাত্রী]
বিশাল পুলিশকে জানায়, গার্ডেনরিচের বাসিন্দা ওই তরুণী মাঝেমধ্যেই কয়েকশো থেকে হাজার টাকাও ‘ঋণ’নিতেন। এভাবে হাজার পাঁচেক টাকা জমে যায়। বিশাল সেই টাকা চেয়েও পায়নি। সম্প্রতি বালিগঞ্জে দু’জন বাইকে করে ঘোরাঘুরির সময়ই টাকার লেনদেন নিয়ে বচসা চলাকালীন তরুণীর মোবাইল বিশাল ছিনিয়ে নিয়ে পালায়। বান্ধবীর মোবাইল বিশাল তার এক বন্ধুকে বিক্রি করার জন্য দেয়। ওই তরুণীর মোবাইলের সূত্র ধরেই বিশালের সন্ধান মেলে। লালবাজারের গোয়েন্দারা তাকে বালিগঞ্জের পদ্মপুকুর এলাকায় তার বাড়ি থেকেই গ্রেপ্তার করে। তরুণীর মোবাইলটি উদ্ধারের চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।