সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জাতীয় দলে সুযোগ হয়নি৷ তার উপর এবার ভাইয়ের বউকে হেনস্তায় নাম জড়াল যুবরাজ সিংয়ের৷ ইংরাজি সংবাদমাধ্যম স্পটবয়ের খবর অনুযায়ী, ভাশুর যুবরাজ, শাশুড়ি শবনম সিং এবং স্বামী জোরাবর সিংয়ের বিরুদ্ধে থানায় পারিবারিক নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন আকাঙক্ষা শর্মা৷
জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিস বস’-এর দশম মরশুমের প্রতিযোগী হিসেবে পরিচিতি পেয়েছিলেন আকাঙক্ষা৷ তখনই পারিবারিক হেনস্তার কথা জানিয়েছিলেন তিনি৷ সে সময়ও এ নিয়ে সরব হয়েছিলেন৷ যদিও পরে গোটা বিষয়টি চাপা পড়ে যায়৷ এবার যে সত্যিই তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন তা নিশ্চিত করেছেন আকাঙক্ষার আইনজীবী স্বাতী সিং মালিক৷ তবে আকাঙক্ষা এ বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ৷ ২১ অক্টোবর আদালতের প্রথম শুনানির পরই নিজের বক্তব্য রাখবেন তিনি৷
[রুদ্ধশ্বাস ম্যাচে জাপানকে হারিয়ে যুব বিশ্বকাপের শেষ আটে ইংল্যান্ড]
স্বাতী জানান, আকাঙক্ষা তাঁর শ্বশুরবাড়ির তিনজনের বিরুদ্ধেই অভিযোগ জানিয়েছেন৷ সম্প্রতি আকাঙক্ষার শাশুড়ি তথা যুবির মা নাকি তাঁর বউমার কাছ থেকে বেশ কিছু গয়না উদ্ধার করেছিলেন৷ যার জন্য তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেন শবনম৷ তারপরই সহ্যের বাঁধ ভাঙে আকাঙক্ষার৷ থানায় নির্যাতনের কথা জানান৷ কিন্তু ভারতীয় অলরাউন্ডার যুবরাজ এর সঙ্গে কীভাবে জড়িত? স্বাতীর উত্তর, হেনস্তার অর্থ শুধুই শারীরিক অত্যাচার নয়৷ এর সঙ্গে জড়িয়ে মানসিক এবং আর্থিকভাবে অত্যাচারের বিষয়ও৷ সব দেখেও দিনের পর দিন নির্বাক থেকেছেন যুবি৷ ভাই ও মায়ের বিরুদ্ধে কখনও সরব হননি৷ আর সেই কারণেই নাম জড়িয়েছে যুবরাজের৷ শুধু তাই নয়৷ স্বাতীর দাবি, জোরাবর এবং শবনম যখন সন্তান চেয়ে আকাঙক্ষাকে চাপ দিতেন, তখন যুবরাজও ভাই ও মায়ের পক্ষেই ছিলেন৷ আকাঙক্ষাকে তাঁর শাশুড়ির সমস্ত কথা মেনে চলার নির্দেশও নাকি দিয়েছিলেন যুবি৷ শবনমের অনুমতি ছাড়া বাড়িতে কেউই কোনও সিদ্ধান্ত নিতে পারেন না বলে দাবি স্বাতীর৷ এবার দেখার আদালতের শুনানিতে জল কোন দিকে গড়ায়৷
[শচীন কন্যার ‘টুইট’ ঘিরে তীব্র বিতর্ক, আসরে মাস্টার ব্লাস্টার]
The post ভাইয়ের বউকে নির্যাতন, অভিযোগ এবার যুবরাজের বিরুদ্ধে appeared first on Sangbad Pratidin.