shono
Advertisement
Yuvraj Singh

বিশ্বকাপের ৩৬ দিন আগে ছয় ছক্কার মালিক যুবরাজ পেলেন বড় দায়িত্ব

কী দায়িত্ব পেলেন যুবি?
Posted: 04:34 PM Apr 26, 2024Updated: 05:10 PM Apr 26, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্টুয়ার্ট ব্রডকে ডারবানে ছয় ছক্কা হাঁকিয়েছিলেন যুবরাজ সিং। সেটা ছিল প্রথম বারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের বল গড়িয়েছিল প্রয়াত নেলসন ম্যান্ডেলার দেশে। সেখানেই মহেন্দ্র সিং ধোনির হাতে উঠেছিল বিশ্বকাপ। যুবরাজ সিং (Yuvraj Singh) গড়েছিলেন নজির। 
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে ৩৬ দিন বাকি। মেগা ইভেন্টের বল গড়ানোর ঠিক ৩৬ দিন আগে ছয় ছক্কার মালিককে বিশ্বকাপের অ্যাম্বাসাডর ঘোষণা করা হল। 
টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) জন্য প্রচারমূলক কাজে দেখা যাবে যুবিকে। এমনকী ভারত-পাক বারুদে ঠাসা লড়াইয়ের আগেও প্রচারমূলক কাজে দেখা যাবে যুবিকে। 

Advertisement

[আরও পড়ুন: ‘গত আইপিএলে প্রায় ৯০০ রান করেছি’, বিশ্বকাপের দল ঘোষণার আগে নির্বাচকদের বার্তা গিলের]


২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রসঙ্গ উঠলে নস্ট্যালজিক হয়ে পড়েন যুবি। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। বিশ্বকাপের অ্যাম্বাসাডর ঘোষিত হওয়ার অব্যবহিত পরে যুবিকে বলতে শোনা গিয়েছে, ''টি-টোয়েন্টি বিশ্বকাপে আমার স্মরণীয় কিছু মুহূর্ত রয়েছে। এক ওভারে ছটি ছক্কা রয়েছে। এবারের সংস্করণে অংশ হতে পেরে ভালো লাগছে।'' 
ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র প্রসঙ্গে উল্লেখ করেছেন যুবরাজও। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দর্শকদের কথা আলাদা করে বলেছেন যুবি। ক্রিকেট ছড়িয়ে পড়ছে মার্কিন যুক্তরাষ্ট্রেও। ক্রিকেট সার্বিক ভাবে ছড়িয়ে পড়ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। যুবিও খুশি। টি-টোয়েন্টি বিশ্বকাপের সব চেয়ে বারুদে ঠাসা ম্যাচ ভারত-পাকিস্তান। সেই ম্যাচ প্রসঙ্গে যুবরাজ বলছেন, ''নিউ ইয়র্কে হবে ভারত-পাক লড়াই। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ইভেন্ট বলে বিবেচিত হয় এই লড়াই। বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটারদের নতুন স্টেডিয়ামে দেখার সুযোগ থাকছে।''  

 

[আরও পড়ুন:  ‘তোমার থেকে দল এটা প্রত্যাশা করে না’, মন্থর ব্যাটিং নিয়ে কোহলিকে বিঁধলেন প্রাক্তন তারকা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement