সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুরুতেই বিতর্ক। কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানেই প্রশ্ন উঠল উদ্যোক্তাদের ভূমিকা নিয়ে। বিতর্কের মধ্যমণি পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খান। এমন একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে তাঁর অনুরোধে চলল ‘জিরো’ ছবির ট্রেলার। আর তা নিয়েই বেজায় রুষ্ট সিনেপ্রেমীরা।
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতি বছরের মতো এবারেও উপস্থিত ছিলেন শাহরুখ খান। আমন্ত্রিত প্রতিটি অতিথির মতো তাঁকেও কিছু বলতে অনুরোধ করেন সঞ্চালক জুন মালিয়া ও চূর্ণী গঙ্গোপাধ্যায়। কিন্তু বক্তব্য পেশ করতে এসেই একপ্রকার ঘুরিয়ে নিজের ছবির প্রোমোশন করে গেলেন বলিউডের বাদশা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বললেন, তাঁর ছবি তো এইসব চলচ্চিত্র উৎসবে চলে না। তাই মাননীয়া মুখ্যমন্ত্রী কি ট্রেলার দেখানোর অনুমতি দেবেন? এরপরই মঞ্চের স্ক্রিনে ভেসে ওঠে ‘জিরো’ ছবির ট্রেলার।
[ তারকা সমাবেশে শুরু ২৪তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ]
শাহরুখের এমন কর্মকাণ্ডে হতবাক অনেকেই। প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই তাঁর মতো একজন অভিনেতা কীভাবে একটি আন্তর্জাতিক ক্ষেত্রে এমন পদক্ষেপ নিতে পারেন? নিজের ছবির ট্রেলার দেখানো ভুল নয়। কিন্তু তাই বলে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে? এমন একটি ফিল্ম ফেস্টিভালে যেখানে সত্যজিৎ-ঋত্বিক-মৃণালের মতো পরিচালকদের স্মরণ করা হচ্ছে, যেখানে প্রমথেশ বড়ুয়া-হৃষিকেশ মুখোপাধ্যায়ের জয়গান করা হচ্ছে, সেখানে কি ‘জিরো’-র মতো একটা ছবি প্রাসঙ্গিক?
এবছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলা ছবির ১০০ বছর উদযাপন করা হচ্ছে। উৎসব শুরু হওয়ার কথা মহানায়ক উত্তমকুমার অভিনীত ছবি ‘অ্যান্টনি ফিরিঙ্গি’ দিয়ে। কিন্তু তার আগে স্ত্রিনে দেখানো হল ‘জিরো’। এটা কি কার্যত বাঙালির অপমান নয়? মহানায়ক কি এতে সম্মানিত হলেন? উঠে আসছে বহু প্রশ্ন। শাহরুখ তো বটেই, উদ্যোক্তাদের ভূমিকা নিয়েও উঠছে তর্কবিতর্ক। প্রশ্ন উঠছে, তারা কি ঠুঁটো জগন্নাথ? নাকি স্রেফ পাবলিসিটির খাতিরে চালিয়ে দিলেন এমন একটি ট্রেলার? নাকি এসবই শুধু শাহরুখকে খুশি করার প্রচেষ্টা? আমাদের নয়। প্রশ্ন উঠছে সোশ্যাল সাইটে। বোঝাই যাচ্ছে, উৎসবের আনন্দময় সূচনায় অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে ‘জিরো’।
[ এবার নওয়াজউদ্দিনের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ ]
The post চলচ্চিত্র উৎসবের ‘সূচনা’ করল ‘জিরো’-র ট্রেলার! বিতর্ক তুঙ্গে appeared first on Sangbad Pratidin.