shono
Advertisement
Chhattisgarh

ছত্তিশগড়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ কারখানার চিমনি! বহু মৃত্যুর আশঙ্কা

ধ্বংসস্তূপের নিচে ২৫ জনেরও বেশি মানুষ আটকে রয়েছে।
Published By: Biswadip DeyPosted: 06:17 PM Jan 09, 2025Updated: 07:14 PM Jan 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছত্তিশগড়ে নির্মীয়মাণ কারখানায় চিমনি ভেঙে বহু মৃত্যুর আশঙ্কা। ইতিমধ্যেই অন্তত ৮ জনের মৃত্যুর কথা জানা গিয়েছে। এখনও ধ্বংসস্তূপের নিচে ২৫ জনেরও বেশি মানুষের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। রাজ্যের রামবোদ অঞ্চলের মুঙ্গেলিতে একটি লোহার পাইপ নির্মীয়মাণ কারখানায় আচমকাই চিমনি ভেঙে পড়ে এই বিপত্তি ঘটে যায় বলে জানা যাচ্ছে।

Advertisement

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ ও জরুরি পরিষেবা দল সেখানে পৌঁছে গিয়েছে। শুরু করা হয়েছে উদ্ধারকাজ। ধ্বংসস্তূপ পরিষ্কার করার কাজ শুরু হয়েছে। আটকে থাকা শ্রমিকরা কোথায় রয়েছেন তা চিহ্নিত করা হচ্ছে।  ঠিক কতজন সেখানে আটকে রয়েছেন তা এখনও জানা যায়নি। 

একজন আহত শ্রমিককে ইতিমধ্যেই উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, লোহার তৈরি যে গম্বুজাকৃতি চিমনি ভেঙে পড়েছে তাকে বলা হয় সিলো। কারখানার সব জিনিস তারই তলায় মজুত করা ছিল। আচমকাই সেটি ভেঙে পড়াতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ছত্তিশগড়ে নির্মীয়মাণ কারখানায় চিমনি ভেঙে বহু মৃত্যুর আশঙ্কা।
  • এখনও ধ্বংসস্তূপের নিচে ২৫ জনেরও বেশি মানুষের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।
  • ইতিমধ্যেই অন্তত ৮ জনের মৃত্যুর কথা জানা গিয়েছে।
Advertisement