shono
Advertisement
Durga Puja Lifestyle

মহালয়ার সময় একাধিক যোগ! অর্থ-কর্ম-পারিবারিক সুখে ভাগ্যের চাকা ঘুরবে এই ৪ রাশির

তালিকায় কোন কোন রাশি?
Published By: Subhankar PatraPosted: 08:03 PM Sep 18, 2025Updated: 08:03 PM Sep 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহালয়া এসে পড়া মানেই পুজো ঢাকে কাঠি। চলতি বছর মহালয়ার সময় তৈরি হচ্ছে একাধিক যোগ। তুলা রাশিতে চন্দ্র ও মঙ্গলের মিলনে মহালক্ষ্মী রাজযোগ। সিংহ রাশিতে শুক্র ও কেতুর মিলনে একটি বিশেষ যোগ। কন্যা রাশিতে সূর্য ও বুধের মিলনে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। মঙ্গল ও বুধের মিলনে তৈরি হয়েছে দশাঙ্ক যোগ। জ্যোতিষশাস্ত্র অনুসারে, প্রতিটি যোগ প্রত্যেক রাশির জাতক-জাতিকাদের জীবনে কিছু না কিছু প্রভাব ফেলে। এক একটি যোগের কারণে মহালয়ার সময়ে ভাগ্য ফিরবে বেশ কয়েকটি রাশির জাতক-জাতিকার।

Advertisement

কেরিয়ার থেকে অর্থনৈতিক অবস্থা, ঘরোয়া বিবাদ মিটে যাওয়া থেকে প্রেমিক বা প্রেমিকার সঙ্গে সম্পর্কের উন্নতি। সবদিক থেকে ভাগ্যের চাকা ঘুরবে এই চার রাশির জাতক-জাতিকাদের।

সিংহ রাশি: এই সময় কঠোর পরিশ্রমের ফল পাবেন এই রাশির জাতক-জাতিকারা। অফিসে সহকর্মীদের সহযোগিতা পাবেন। লাগাতার পরিশ্রমের জেরে বসের সুনজরে পড়তে পারেন। অনেক দিনের আটকে যাওয়া কাজ শেষ হতে পারে। এই সময়কালে আর্থিক লাভেরও যোগ লক্ষ করা যাচ্ছে। বিশেষ করে যাঁরা ব্যবসার যুক্ত তাঁদের ব্যবসার বৃদ্ধি ঘটবে।

কন্যা রাশি: মহালয়ার সময়ে একাধিক যোগের কাজে কন্যা রাশির ভাগ্য উজ্জ্বল হবে। নতুন কোনও কাজে হাত দিতে পারেন। কেরিয়ারে নতুন সুযোগ আসতে পারে। সিদ্ধান্ত নিতে দেরি করবেন না। পারিবারিক শান্তি বজায় থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে মনোমালিন্য কেটে যাবে।

বৃশ্চিক রাশি: এই সময়ে একাধিক উৎস থেকে আয়ের সম্ভাবনা বাড়বে। যার ফলে সাংসারিক জীবনে অনটন দূর হবে। সৃষ্টিশীল কাজের সঙ্গে যুক্ত জাতক-জাতিকারাদের জন্য এটা ভালো সময়। পরিবারেও শান্তি থাকবে।

ধনু রাশি: প্রেমিক বা প্রেমিকার সঙ্গে দূরত্ব ঘুচে যাবে। অবিবাহিতরা নতুন সম্পর্কে জড়াতে পারেন। অর্থনৈতিক দুর্দশা কেটে যাবে। এই রাশির জাতক-জাতিকারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দু'দিন পরই মহালয়া। চলতি বছর মহালয়ার সময় তৈরি হচ্ছে একাধিক যোগ।
  • জ্যোতিষশাস্ত্র অনুসারে, প্রতিটি যোগ প্রত্যেক রাশির জাতক-জাতিকাদের জীবনে কিছু না কিছু প্রভাব ফেলে।
  • এক একটি যোগের কারণে মহালয়ার সময়ে ভাগ্য ফিরবে বেশ কয়েকটি রাশির জাতক-জাতিকার।
Advertisement