shono
Advertisement
Kali puja 2025

শ্যামা মায়ের আরাধনায় ঘোচে অন্ধকার, দেবীর বিশেষ কৃপাদৃষ্টি থাকে এই ৪ রাশির জাতক-জাতিকার উপর!

তালিকায় কোন কোন রাশি?
Published By: Subhankar PatraPosted: 06:02 PM Oct 12, 2025Updated: 06:09 PM Oct 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জগৎ রক্ষায় চণ্ডীরূপ ধারণ করেছিলেন তিনি। ভক্তদের কাছে তিনি আদরের মা। সকলকে আগলে রাখেন তিনি। এই বঙ্গে মা কালীর সেই রকম অলৌকিক গল্পের কমতি নেই। তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে, ৪ রাশির জাতক-জাতিকার উপর বিশেষ কৃপা থাকে মা কালীর। প্রতিনিয়ত তাঁদের রক্ষা করেন তিনি। সেই জাতক-জাতিকারা দেবী কালিকার উপাসনা করলে বিপত্তি থেকে রক্ষা পান। কেটে যায় কলহ, অশান্তি। পরিবারে আসে মানসিক শান্তি। উন্নতি হয় জীবনে। তালিকায় কোন কোন রাশি?

Advertisement

মীন রাশি: এই রাশির জাতক-জাতিকারা কারও মনে আঘাত দিতে পারেন না। প্রায়শই আবেগে ভাসেন। এই স্বভাবের জন্য সমাজে বা বিভিন্ন স্থানে লাঞ্ছিত হয়। সেই জন্যই মা স্বয়ং এদের মাথার উপর হাত রাখে। মীন রাশির জাতকরা যদি মাতৃশক্তির পুজো করেন তাহলে জীবনের সঠিক মার্গ খুঁজে পাবেন। ঘুরবে ভাগ্যের চাকা। কর্মক্ষেত্রে উন্নতি আসবে। সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে।

বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা জীবনে অনেক ঘাত-প্রতিঘাতের সম্মুখীন হন। কঠোর পরিশ্রমের পর এদের জীবনে সাফল্য আসে। তবে মা কালীর আশীর্বাদ সবসময়ে এই রাশির জাতক-জাতিকাদের সঙ্গেই থাকে। দেবীর কৃপায় জটিল সমস্যার সমাধান হয়। মানসিক শান্তি পাওয়া যায়।

সিংহ রাশি: এই রাশির জাতক-জাতিকারা সাহসী হয়। কথায় আছে ভাগ্য তাদেরই সঙ্গী হয় যারা সাহসী হয়। তেমনভাবেই দেবী চণ্ডীর আশীর্বাদ পান এরা। দেবীকে মন থেকে ডাকলে সব সমস্যা দূর হয়। কর্মক্ষেত্রে থেকে জীবনের প্রতিটি বাঁকের পথ মসৃণ হয়।

মেষ রাশি: এই রাশির জীবনের প্রতিটি সমস্যা দূর হয় মা কালীর কৃপায়। দেবীর আরাধনায় নিজেদের নিয়োজিত করলে কর্মক্ষেত্রে উন্নতি হয়। সাংসারিক জীবনে শান্তি আসে। সব সময় দেবীর কৃপা থাকে এদের উপর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চার রাশির জাতক-জাতিকার উপর বিশেষ কৃপা থাকে মা কালীর।
  • দেবীর আরাধনা করলে দূর হয় সব সমস্যা!
  • মেষ, সিংহ, বৃশ্চিক, মীন রাশির জাতিকারা বিশেষ কৃপা পান বলে মত জ্যোতিষশাস্ত্রের।
Advertisement