shono
Advertisement
Weekly horoscope

৯-১৫ নভেম্বর ২০২৫ Horoscope: চাকরিতে পদোন্নতি মিথুন রাশির! বাকিদের কেমন কাটবে?

দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না।
Published By: Subhankar PatraPosted: 11:51 AM Nov 09, 2025Updated: 12:45 PM Nov 09, 2025

আলোচ‌্য সপ্তাহের প্রারম্ভে মিথুনে চন্দ্র, কর্কটে বৃহস্পতি, সিংহে কেতু, তুলায় রবি ও শুক্র, বৃশ্চিকে মঙ্গল ও বুধ, কুম্ভে রাহু এবং মীনে বক্রী শনি। ৯ নভেম্বর রাত্রি ১২.১৭ মিঃ বুধ বক্রী হবে। ১১ নভেম্বর রাত্রি ১০.১২ মিঃ বৃহস্পতি বক্রী হবে। লিখেছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

Advertisement

মেষ

সপ্তাহের শুরুতে অপ্রত্যাশিত ভাবে কোনও ঘটনা আপনার জীবনে কোনও পরিবর্তন আনতে পারে। কর্মক্ষেত্রে কিছু বাধা-বিপত্তি থাকলেও তা কাটিয়ে উঠতে পারবেন। জমি-বাড়ি কেনার আগে কাগজপত্র উপযুক্ত ব্যক্তিকে দিয়ে পরীক্ষা করে নেবেন। সরকারি কাজে কর্মরত ব‌্যক্তিদের দায়িত্ব ও প্রশাসনিক ক্ষমতা বৃদ্ধি। সামাজিক দায়িত্ব পালনে শ্রম ও অর্থদানের সুবাদে প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পাবে। শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে কিছু বাধার সম্মুখীন হবার সম্ভাবনা লক্ষ্য করা যায়। হস্তশিল্পীরা তাঁদের শিল্পসত্তার দক্ষতার কারণে সরকার থেকে প্রশংসিত হতে পারেন। অবিবাহিতদের বিবাহের সম্ভাবনা থাকলেও অবশ্যই কোষ্ঠীবিচার করে নেবেন।

বৃষ

শ্রমিক মালিক বিবাদের জন‌্য কর্মক্ষেত্রে চাকরির স্থায়িত্ব নষ্ট হতে পারে। জনহিতকর কাজে নিজেকে নিয়োজিত করে নিজের মান-সম্মান বাড়িয়ে তুলুন। যানবাহনে ওঠা-নামার ক্ষেত্রে সতর্কতা বাঞ্ছনীয়। এই সময় আর্থিক উন্নতি হলেও খরচের দিকে নজর রাখতে হবে। পরিবারে ছোটখাটো বিবাদকে গুরুত্ব দেবেন না। অভিনয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিরা তাঁদের সাফল্য ধরে রাখতে পারবেন। লৌহ ও ঔষধ ব্যবসায়ীরা বাড়তি মুনাফা লাভ করতে পারেন। লটারি বা শেয়ারে মোটা টাকা বিনিয়োগ করবেন না। সন্তানের উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে পড়াশোনার সুযোগ আসতে পারে।

মিথুন

কর্মক্ষেত্রে পদোন্নতি, তবে দূরে কোথাও বদলি হতে পারেন। গাড়ি চালকেরা অত্যন্ত সাবধানে গাড়ি চালান। নতুন বাড়ি বা ফ্ল্যাট কেনার জন্য সময়টি শুভ। পরিবারে আপনার শত্রু ক্ষতি করার চেষ্টা করলেও ফলপ্রসূ হবে না। ব্যবসায়ীরা পাওনা টাকা আদায় নিয়ে সমস্যায় পড়তে পারেন। সন্তানের রূঢ় ব্যবহারে পরিবারে অশান্তি। ব্যক্তিগত জীবনে অতিরিক্ত প্রত্যাশা কারও উপর করবেন না। মা, বাবা ও ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। শিক্ষার্থীরা নিজের ভবিষ্যতের দিকে নজর দিন। ব্যবসায়ীদের বিগত সপ্তাহগুলির তুলনায় এই সপ্তাহে অর্থ উর্পাজন ভালোই হবে।

কর্কট

সপ্তাহের শুরুতে বিভিন্ন উৎস থেকে ভালো উপার্জন হতে পারে। কর্মক্ষেত্রে গোপন শত্রুর কলকাঠিতে পদোন্নতি আটকে যেতে পারে। শিক্ষার্থীদের দেশের বাইরে পড়াশোনার সুযোগ আসতে পারে। বয়স্ক জাতক-জাতিকারা আর্তের সেবায় নিজেকে নিয়োজিত করে মানসিক শান্তিলাভ করতে পারেন। জলবাহিত রোগ থেকে এই সময় সাবধানে থাকুন। কৃষিকার্যে‌র সঙ্গে যুক্ত জাতক-জাতিকারা প্রাকৃতিক দুর্যোগ থেকে ফসল বাঁচানোর চেষ্টা করুন। পিতা-মাতার সঙ্গে সদ্ভাব বজায় থাকবে। অপ্রিয় সত‌্য বলে অপরের বিরাগভাজন হবেন না। ঘরে-বাইরে নিজের রাগ সংযত না রাখলে বিপত্তির আশঙ্কা।

সিংহ

এই সপ্তাহে অত‌্যধিক ব‌্যয়ের জন‌্য সঞ্চয়ে বাধা। নতুন ব‌্যবসা করার সুযোগ আসবে। তবে বুঝে শুনে ব‌্যবসা শুরু করবেন। পিতা-মাতার দায়িত্ব নেওয়ার ব‌্যাপারে নিজের ভাইবোনদের সঙ্গে আলোচনা করুন। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব নিয়ে কাজ করলেও সেই অনুযায়ী পারিশ্রমিক পাবেন না। গোপন শত্রুর ব‌্যাপারে সাবধানে থাকুন। নিজের বেপরোয়া মনোভাবের জন‌্য ব‌্যবসায় লোকসান বৃদ্ধি। মাতৃকুল থেকে স্থাবর সম্পত্তি পাওয়ার যোগ। সন্তানদের লেখাপড়ায় অমনোযোগিতার ফলে পরীক্ষার ফল আশানুরূপ হবে না। বয়স্ক জাতক-জাতিকাদের পেট-সংক্রান্ত সমস‌্যায় কষ্ট হতে পারে।

কন্যা

এই রাশির গ্রহ সন্নিবেশ অনুযায়ী পারিবারিক কারণে অতিরিক্ত অর্থব‌্যয়ের সম্ভাবনা। ব‌্যবসায়ীদের এই সময় বাড়তি চাপ থাকলেও পুরনো টাকা আদায়ের ফলে ব‌্যবসায় শ্রীবৃদ্ধি। দূরে কর্মরত সন্তানদের খবর না পাওয়ার ফলে মানসিক উদ্বেগ ও চাঞ্চল‌্য বৃদ্ধি পাবে। কর্মপ্রার্থীদের মনোমত কর্মলাভের সুযোগ আসবে। চিকিৎসক, অধ‌্যাপক ও আইনজ্ঞদের এই সময় নাম ও যশ বৃদ্ধি পাবে। দ্বিচক্রযানের চালকেরা অতি সাবধানে সপ্তাহটি অতিবাহিত করুন। পরিবারে ছোটখাটো সমস‌্যাকে উপেক্ষা করার চেষ্টা করুন। কর্মজীবন ও ব‌্যবসায় চলতে থাকা সমস‌্যা থেকে মুক্তি পাবেন। জীবনযাত্রার মানকে উন্নত করার জন‌্য আরও পরিশ্রম করতে হবে।

তুলা

অকারণ বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। শেয়ার বা ফাটকায় আয়বৃদ্ধির সম্ভাবনা। খেলাধুলার সঙ্গে যুক্ত জাতক-জাতিকারা তাদের সাফল্যের জন‌্য নামী সংস্থায় চাকরির সুযোগ পাবেন। সরকারি চাকরিতে অন‌্য শহরে বদলি হওয়ার যোগ। ব‌্যবসায়ীরা প্রতিযোগী ব‌্যবসায়ীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। ঠিকাদারি ব‌্যবসায় নতুন কাজের বরাত আসতে পারে। বাব-মার একাকীত্ব দূর করার জন‌্য তাঁদের সঙ্গে কিছুটা সময় কাটানোর চেষ্টা করুন। সন্তানদের স্বাস্থ‌্য সংক্রান্ত সমস‌্যার জন‌্য পড়াশোনার ফলের উপর প্রভাব পড়তে পারে। পারিবারিক ব‌্যবসায় বিনিয়োগ নিয়ে পরিবারের সঙ্গে অশান্তি। বয়স্ক জাতক-জাতিকারা আর্তের সেবায় নিজেকে নিয়োজিত করে মানসিক শান্তি লাভ করতে পারেন।

বৃশ্চিক

বিকল্প কাজে সাফল্যের সম্ভাবনা। পৈত্রিক সম্পত্তি নিয়ে আত্মীয়-স্বজনদের সঙ্গে মনোমালিন্যে সম্পর্কে অবনতি। জমি বা ফ্ল‌্যাট কেনার জন‌্য ঋণের আবেদন অনুমোদিত হওয়ার সম্ভাবনা। স্ত্রীর চাকরির পরিবর্তনের যোগ বিদ‌্যমান। লোকশিল্পীরা তাঁদের কাজের স্বীকৃতি স্বরূপ সরকারি স্বীকৃতি লাভ করতে পারবেন। সন্তানদের আবদার সব সময় মেনে নেবেন না। কর্মক্ষেত্রে গোপন শত্রুর কলকাঠিতে পদোন্নতি আটকে যেতে পারে। বিদ‌্যার্থীদের পরীক্ষার ফল ভালো করার জন‌্য পড়াশোনায় আরও যত্নবান হওয়া উচত। কন‌্যাসন্তানের বিবাহ নিয়ে কিছু সমস‌্যা দেখা দিতে পারে। কলকারখানায় কর্মরত ব‌্যক্তিরা ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন। সম্পত্তি কেনার আগে উপযুক্ত ব‌্যক্তিকে দিয়ে কাগজপত্র পরীক্ষা করে নেবেন।

ধনু

বিগত সপ্তাহগুলির তুলনায় এই সপ্তাহে ভাগ্যের সহায়তা পাবেন। ব‌্যবসায় সাময়িক মন্দাভাব দেখা দিলেও আগামিদিনে তার থেকে বেরিয়ে আসতে পারবেন। অন‌্যকে সন্তুষ্ট করতে গিয়ে সাধ্যের অতীত খরচ করতে যাবেন না। শিক্ষার্থীদের জন‌্য সপ্তাহটি শুভ। সন্তানের ভবিষ‌্যৎ নিয়ে দুশ্চিন্তা না করাই শ্রেয়। পরিবারের কোনও সদস্যের সাহায্যে নতুন ব‌্যবসা শুরুর কথা ভাবতে পারেন। পাড়া প্রতিবেশীদের সঙ্গে অযথা মনোমালিন্যে যাবেন না। পুরনো বন্ধুর সঙ্গে আবার নতুনভাবে যোগাযোগ সৃষ্টি হবে। লটারি বা শেয়ারে খুব বেশি বিনিয়োগ করবেন না। কর্মপ্রার্থীদের নতুন কিছু করার সুযোগ আসবে। রাজনীতির সঙ্গে যুক্ত জাতক-জাতিকারা নিজ দলে সম্মানজনক পদ পেতে পারেন।

মকর

খরচবহুল সপ্তাহ হলেও নানা উপায়ে অর্থ হাতে আসবে। বয়স্ক জাতক-জাতিকারা এই সময় খুব সতর্কভাবে চলাফেরা করুন। ঠিকাদারি ব‌্যবসার সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা বড় কাজের সুযোগ পাবেন। কন‌্যা সন্তানের বিদ‌্যালাভের অসামান‌্য সাফল্যের জন‌্য নিজেকে গর্বিত বোধ করবেন। ছাত্র-ছাত্রীদের লেখাপড়ায় আগ্রহ বাড়বে এবং পরীক্ষার ফল ভালোই হবে। কৃষিকার্যে‌র সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে নিজেদের ফসল বাঁচানোর চেষ্টা করুন। সন্তানদের শরীরস্বাস্থ‌্য ভালো থাকলেও পড়াশোনায় বাধা-বিঘ্ন আসতে পারে। সরকারি চাকরির জন‌্য কর্মপ্রার্থীরা প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন।

কুম্ভ

সপ্তাহের প্রারম্ভে ব‌্যয় কম হওয়ার ফলে সঞ্চয়ে মন দিন। চাকরিপ্রার্থীদের নতুন কর্মসংস্থানের যোগ দেখতে পাওয়া যায়। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মার্জিতভাবে কথাবার্তা বলুন। বন্ধুবান্ধবের উপকার করলেও আপনার প্রয়োজনে তাদের পাশে নাও পেতে পারেন। নব-বিবাহিতদের দাম্পত‌্য জীবনে ছোটখাটো সমস‌্যা থাকলেও নিজেদের মধ্যে আলোচনার মাধ‌্যমে তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন। সামাজিক দায়িত্ব পালনে শ্রম ও অর্থদানের সুবাদে প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পাবে। ব‌্যবসায় উল্লেখযোগ‌্য উন্নতি। ডাক্তার, ইঞ্জিনিয়ার ও অধ‌্যাপকদের জন‌্য সপ্তাহের মধ‌্যভাগ থেকে শুভ সময় আসছে। সরকারি কাজে কর্মরত ব‌্যক্তিদের দায়িত্ব ও প্রশাসনিক ক্ষমতা বৃদ্ধি।

মীন

এই জাতক-জাতিকাদের কর্মজীবনে সাফল‌্য। অংশীদারি ব‌্যবসায় নিজের হিসাব বুঝে নেওয়ার চেষ্টা করুন। শ্বশুরকুল বা আত্মীয়-পরিজনদের কাছে থেকে বাড়তি অর্থ হাতে আসতে পারে। বড় ভাইয়ের অনৈতিক কাজকর্মের জন‌্য আপনার মর্যাদাহানি হতে পারে। বিদ‌্যার্থীদের পরীক্ষার ফল ভালো করার জন‌্য পড়াশোনায় আরও যত্নবান হওয়া উচিত। এই সপ্তাহে আপনার জন্মদিন হলে বাবা-মার কাছ থেকে মূল‌্যবান উপহার পেতে পারেন। সৃজনশীল কাজে স্বীকৃতিলাভ ও সন্তোষজনক উন্নতি। নব-বিবাহিতদের দাম্পত‌্য সুখ বজায় থাকবে। নতুন প্রকল্পের কাজ হাতে নেওয়ার শুভ সময়।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে।ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মিথুনে চন্দ্র, কর্কটে বৃহস্পতি, সিংহে কেতু, তুলায় রবি ও শুক্র, বৃশ্চিকে মঙ্গল ও বুধ, কুম্ভে রাহু।
  • এবং মীনে বক্রী শনি। ৯ নভেম্বর রাত্রি ১২.১৭ মিঃ বুধ বক্রী হবে।
  • ১১ নভেম্বর রাত্রি ১০.১২ মিঃ বৃহস্পতি বক্রী হবে।
Advertisement