shono
Advertisement

খাদ্য তালিকায় ‘হালাল’ কেন? প্রশ্ন তুলে জোম্যাটোকে বয়কটের ডাক হিন্দুত্ববাদীদের

নেটদুনিয়ায় #boycottzomato-র পরিপ্রেক্ষিতে খোলা চিঠিতে যুক্তিপূর্ণ জবাব সংস্থার৷ The post খাদ্য তালিকায় ‘হালাল’ কেন? প্রশ্ন তুলে জোম্যাটোকে বয়কটের ডাক হিন্দুত্ববাদীদের appeared first on Sangbad Pratidin.
Posted: 07:20 PM Aug 01, 2019Updated: 07:20 PM Aug 01, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খাবারের কোনও ধর্ম হয় না – লেখার পরেও কেন ‘হালাল’ শব্দ ব্যবহার করে জোম্যাটো? এই প্রশ্নেই আপাতত সরগরম নেটদুনিয়া৷ উঠেছে #boycottzomato ঝড়৷ পরিস্থিতি সামাল দিতে আসরে নামল জোম্যাটো কর্তৃপক্ষ৷ ‘হালাল’ শব্দ উল্লেখের নেপথ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আলাদা কোনও উদ্দেশ্য জড়িত নেই বলেই দাবি খাদ্য সরবরাহকারী সংস্থার৷

Advertisement

[আরও পড়ুন: ‘গরিব তাই সহ্য করতে হবে’, বিতর্কে মনখারাপ জোম্যাটোর ডেলিভারি বয় ফৈয়াজের]

দেশজুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন রেস্তরাঁর খাবার গ্রাহকদের বাড়ি বাড়ি পৌঁছে দেয় জোম্যাটো৷ ওই অ্যাপের মাধ্যমে এক ক্লিকে বাড়িতে বসেই মনমতো খাবার পান খাদ্যরসিকরা৷ সেরকমই জব্বলপুরের বাসিন্দা অমিত শুক্লা জোম্যাটোয় খাবার অর্ডার দেন৷ কিন্তু মুসলমান যুবকের হাত থেকে খাবার নিতে আপত্তি জানান তিনি৷ সেই ইস্যুতে পরিবেশকের পাশে দাঁড়িয়ে জোম্যাটো কর্তৃপক্ষের তরফে জানানো হয়, ‘‘খাবারের কোনও ধর্ম হয় না৷’’ এই প্রতিক্রিয়ার পরই অ্যাপে মেনুর পাশে উল্লেখিত ‘হালাল’ শব্দটি নিয়ে আপত্তি জানিয়েছেন নেটিজেনদের একাংশ৷ ধর্ম নিয়ে জোম্যাটোর কোনও মাথাব্যথা না থাকা সত্ত্বেও কেন ‘হালাল’ শব্দটি তাদের অ্যাপে উল্লেখ থাকবে, প্রশ্ন তাঁদের৷ আবার কারও বক্তব্য, ভেদাভেদ করতে না চাইলে ‘হালাল’ শব্দের পাশাপাশি ব্যবহার করা হোক ‘ঝটকা’ শব্দটিও৷

[আরও পড়ুন: হিন্দু ছাড়া কারও হাত থেকে খাবার না নেওয়ার ‘আবদার’, ক্রেতাকে যোগ্য জবাব জোম্যাটোর]

নেটদুনিয়ায় #boycottzomato ঝড় থামাতে আসরে নামল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ৷ একটি খোলা চিঠিতে সাফ জানানো হয়েছে, জোম্যাটো খাবার বিক্রি করে না৷ তাদের কাজ যে কোনও রেস্তরাঁর পছন্দসই খাবার অ্যাপ ব্যবহারকারীর কাছে পৌঁছে দেওয়া৷ তাই কোনও রেস্তরাঁর খাবারে ‘হালাল’ উল্লেখ করা থাকলে তা জোম্যাটো অ্যাপেও দেখতে পাওয়া যায়৷ ইচ্ছাকৃতভাবে ধর্মীয় ভেদাভেদ তৈরি করতে ‘হালাল’ শব্দ ব্যবহার করে না জোম্যাটো৷’’ নেটিজেনদের তোলা ‘ঝটকা’ ইস্যুরও জবাব দেয় জোম্যাটো৷ চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘‘কোনও রেস্তরাঁই মাংসের পদের পাশে ‘ঝটকা’ কথাটি উল্লেখ করে না, তাই তা অ্যাপেও দেখা যায় না৷’’

তবে জোম্যাটোর খোলা চিঠির জবাবে সন্তুষ্ট নন নেটিজেনরা৷ খাবার সরবরাহকারী ওই অ্যাপকে গুগল প্লে স্টোরে রিভিউ রেটিংয়ে ওয়ান স্টার অর্থাৎ পারফরম্যান্স খারাপের তালিকায় ফেলে দিচ্ছেন অনেকে৷

The post খাদ্য তালিকায় ‘হালাল’ কেন? প্রশ্ন তুলে জোম্যাটোকে বয়কটের ডাক হিন্দুত্ববাদীদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement