সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোমো খেয়েছিলেন। তার পর বাড়ি ফিরে এসেছিলেন। কিন্তু ক্রমেই ভেঙে পড়ছিল শরীর। এর পর মৃত্যুর কোলে ঢলে পড়লেন ৩১ বছরের যুবতী। এমন মর্মান্তিক ঘটনার সাক্ষী হল হায়দরাবাদ। একই ভেন্ডরের তৈরি মোমো খেয়ে অসুস্থ হয়ে পড়লেন বহু। ১ মহিলার মৃত্যুর পাশাপাশি অসুস্থ ১৫ জন।
জানা গিয়েছে, অসুস্থদের সকলেই যে এক দোকান থেকে মোমো খেয়েছিলেন তা নয়। কিন্তু সব কটি দোকান থেকে মোমো এসেছিল একই নির্মাতা থেকে। পুলিশ জানিয়েছে, মৃত যুবতী ও আহতরা 'দিল্লি মোমোস' নামের এক স্টল থেকেই মোমো খেয়েছিলেন। মাস তিনেক আগেই বিহার থেকে আসা ৬ জন ব্যক্তি এটি তৈরি করেন। তাঁদের সকলকেই প্রাথমিক ভাবেই হেফাজতে নিয়েছে পুলিশ।
মৃত যুবতীর পরিবারের এক সদস্য জানিয়েছেন, মোমো খেয়ে বাড়ি আসার পরই অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁর শরীরে ফুড পয়জনিংয়ের সমস্ত উপসর্গ দেখা গিয়েছিল বলে দাবি বাড়ির লোকের। পরদিন সকাল সাড়ে আটটায় তিনি মারা যান।
পুলিশ ওই মোমোর দোকান থেকে খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে। আপাতত ওই ভেন্ডরকে সমস্ত ধরনের ব্যবসায়িক লেনদেন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এই পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন সকলের কাছে আর্জি জানিয়েছে, রাস্তার খাবার খাওয়ার ব্যাপারে সতর্ক থাকতে।