গৌতম ব্রহ্ম : কেন্দ্রের ছাড়পত্র মেলায় ১০ জন ডব্লিউবিসিএস অফিসারকে আইএএস পদমর্যাদায় উন্নীত করল রাজ্য সরকার। মঙ্গলবার রাজ্যের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের তরফে এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
নিয়ম অনুসারে, আট বছর কর্মজীবন হলে ডব্লিউবিসিএস-দের আইএএস হিসাবে উন্নীত হওয়ার সুযোগ পান। তবে দেখা গিয়েছে, অনেক সময়ই এই সময়কাল দুদশকেরও বেশি হয়। এর পর আইএএস হওয়ার সুযোগ মেলে। এই পদোন্নতির ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ছিল ৫৪ বছর। বর্তমানে তা বেড়ে হয়েছে ৫৬ বছর।
[আরও পড়ুন: ‘রাতে কী খাবেন?’ খোঁজ নিলেন স্বাস্থ্য কর্তারা, প্রস্তাব প্রত্যাখ্যান জুনিয়র চিকিৎসকদের]
এই পর্যায়ে আইএএস হিসাবে পদোন্নতি পেয়েছেন রাজ্য ভিজিল্যান্স কমিশনের বিশেষ সচিব শ্রীকৃষ্ণকান্ত সিংহ, স্বরাষ্ট্র ও পর্বতাঞ্চল বিষয়ক দপ্তরের তিন বিশেষ সচিব অমিতাভ সেনগুপ্ত, জিতেন্দ্র রায় ও অনিন্দ্য সেনগুপ্ত, পশ্চাদ্পদ জাতি উন্নয়ন দপ্তরের বিশেষ সচিব অনিন্দ্যকুমার কর, মঞ্জুষার ম্যানেজিং ডিরেক্টর অমিত দত্ত, আবাসন দপ্তরের বিশেষ সচিব সৌম্যজিৎ দাস, নারী ও শিশুকল্যাণ দপ্তরের বিশেষ সচিব পর্ণা চন্দ, মুখ্যমন্ত্রীর দপ্তরের ওএসডি দীপঙ্কর মণ্ডল এবং পুর ও নগরোন্নন দপ্তরের বিশেষ সচিব মিউটিনি বন্দ্যোপাধ্যায়ের মতো আধিকারিকরা।