সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আলোর উৎসবে পুড়ল রাজধানী। দীপাবলির রাতে দিল্লির ৩২০টি জায়গায় আগুন লেগে গেল। একদিনে এতগুলো অগ্নিকাণ্ডের নজির নেই গত ১০ বছরে। দিল্লির দমকল বিভাগ সূত্রে খবর, রেকর্ড অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে তিনজনের। আগুনে ঝলসে গুরুতর আহত ১২ জন। তবে দমকল বিভাগের সক্রিয়তায় আগুন ছড়িয়ে পড়েনি।
দিল্লি দমকল বিভাগের ডিরেক্টর অতুল গর্গ জানিয়েছেন, ৩১ অক্টোবর রাত থেকে ১ নভেম্বর ভোর পর্যন্ত সবমিলিয়ে ৩২০টি জায়গায় আগুন লাগার খবর এসেছে ফায়ার ব্রিগেডের কাছে। গত কয়েক বছরের তুলনায় এবার অগ্নিকাণ্ডের সংখ্যা লাফিয়ে বেড়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত কয়েক ঘণ্টার মধ্যেই ১৫৮টি অগ্নিকাণ্ডের খবর মিলেছে। গত বছরের তুলনায় এই সংখ্যাটা ৫৩ শতাংশ বেশি।
রাজধানীর নানা প্রান্তে অগ্নিকাণ্ডের জেরে তিনজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও ১২ জন। জানা গিয়েছে, ফ্ল্যাটে বন্দি থাকা অবস্থায় আগুনে পুড়ে মৃত্যু হয়েছে কয়েকটি পোষ্যরও। তবে চলতি বছরের দীপাবলি উপলক্ষে বাড়তি বাহিনি মোতায়েন করেছিল দিল্লির দমকল বিভাগ। তার জেরেই আগুন লাগলেও সেটা খুব বেশি জায়গায় ছড়াতে পারেনি। বাজি নিয়ে যাওয়ার সময়ে ডিটিসি বাসেও আগুন লাগার খবর মিলেছে। তবে সেই আগুনও নিয়ন্ত্রণে আনে দিল্লির দমকল বিভাগ।
প্রত্যাশামতোই দীপাবলির পরের দিন সকাল থেকে খারাপ হয়েছে দিল্লির বাতাসের মান। শুক্রবার সকালে একিউআই পৌঁছে যায় ৩৫৯ পর্যন্ত, অর্থাৎ খুব খারাপ পর্যায়ে। দিও প্রতিবারের মতোই দিল্লিতে শব্দবাজি, আতসবাজি বিক্রি, মজুত এবং বানানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছিল দূষণ নিয়ন্ত্রণ কমিটি। সেসবের তোয়াক্কা না করেই দেদার বাজি পুড়েছে রাজধানীতে।