shono
Advertisement

এ দৃশ্য বারবার ভাল লাগে…, ১০ বছর পরও রোনাল্ডোর ‘সিউ’ সেলিব্রেশনে মুগ্ধ অনুরাগীরা

কী অর্থ এই 'সিউ' সেলিব্রেশনের?
Posted: 09:58 AM Aug 09, 2023Updated: 09:58 AM Aug 09, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ দৃশ্য যতবার দেখা যায়, মন ভাল করে দেয় অনুরাগীদের। মনে মনে প্রার্থনা করেন, যেন বারবার ফিরে ফিরে আসে এই দৃশ্য। তাই তো ১০ বছর পরও প্রতিবারই নতুনের অনুভূতি দেয় মুহূর্তটা। কোন মুহূর্ত? গোল করার পর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যেভাবে সিউ সেলিব্রেশন করেন, সেই মুহূর্ত।

Advertisement

রিয়াল মাদ্রিদ হোক কিংবা জুভেন্তাস, দেশের জার্সি হোক কিংবা আল নাসের, জার্সি বদলালেও বদলায়নি সিআর সেভেনের সেলিব্রেশনের ভঙ্গি। দুরন্ত শটে বল জালে জড়ানোর পর সাইডলাইনের কাছাকাছি দৌড়ে গিয়ে হাত জোড়া আকাশের দিকে ছুঁয়ে লাফিয়ে উঠেছেন। তারপরই ঘুরে দাঁড়িয়ে পা ফাঁক করে বাহু রেখেছেন শরীরের দু’পাশে। তাঁর এহেন সেলিব্রেশনের সঙ্গে গোটা গ্যালারির একসঙ্গে চিৎকার করেছে ‘সিউ’। শব্দব্রহ্মে পূর্ণতা পেয়েছে ‘সিউ’ সেলিব্রেশন। পৌঁছেছে জনপ্রিয়তার শিখরে। ১০ বছর পর যা আজও রোনাল্ডো (Cristiano Ronaldo) ভক্তদের একইরকম ভাবে শিহরণ জাগায়।

[আরও পড়ুন: বোর্ড গঠন প্রক্রিয়ার মধ্যেই সুখবর, ১৬০০ কোটি বরাদ্দ আসতে পারে রাজ্যের পঞ্চায়েত দপ্তরে]

তবে শুধুই রোনাল্ডো ভক্তদের নয়, এই উদযাপনে বারবার শামিল হতে চেয়েছেন পর্তুগিজ তারকার সতীর্থরাও। তাই তো রিয়ালের জার্সিতে রোনাল্ডো গোল করার পর কখন মার্সেলো তাঁর দিকে এগিয়ে গিয়ে সিউ সেলিব্রেশনে শামিল হন, সেদিকেই নজর থাকত ফুটবলপ্রেমীদের। আর সাম্প্রতিকতম সেলিব্রেশনে নাম লেখালেন সাদিও মানেও। আল নাসেরের জার্সি গায়ে চাপিয়েই ‘সিউ’ মুডে ধরা দিলেন।

কেন রোনাল্ডো এভাবে সেলিব্রেট করেন, এ সেলিব্রেশনের নাম ‘সিউ’ই বা কেন, সবটাই এতদিনে হয়তো জেনে গিয়েছেন রোনাল্ডোর পাগল ভক্তরা। আসলে ‘সি’ বা ‘সিউ’ বলে আকাশের দিকে হাত দুটি আনন্দে ছুঁড়ে দেন রোনাল্ডো। যে স্প্যানিশ শব্দের ইংরাজি অর্থ ‘ইয়েশ।’ সাফল্য পেলে ‘আমি পেরেছি’ বলে যেভাবে বাংলায় মনের ভাব প্রকাশ করা হয় অনেক সময়, সেভাবেই নিজের সাফল্যকে উদযাপন করেন রোনাল্ডো। আটত্রিশে এসেও খেলার মাঠে একইরকম হিংস্র তিনি। একইরকম বিধ্বংসী। অনুরাগীরা চান, সে ধারাই বজায় রেখে বছরের পর বছর চলুক মহাতারকার একইরকম সেলিব্রেশন। একইরকম ভাবে সে দৃশ্য উপভোগ করবেন অনুরাগীরা।

[আরও পড়ুন: ‘ভারত তো হিন্দু রাষ্ট্র হয়েই গিয়েছে, এই নিয়ে বিতর্কের কী আছে?’, বিস্ফোরক কমল নাথ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement