shono
Advertisement
Sufal Bangla stall

অগ্নিমূল্য সবজি বাজার! আমজনতার স্বার্থে চালু আরও ১১টি ভ্রাম্যমান সুফল বাংলা বিপণি

রাজ্যে ইতিমধ্যে ৪৬৮টি সুফল বাংলা স্টল রয়েছে।
Published By: Paramita PaulPosted: 03:16 PM Jun 26, 2024Updated: 03:16 PM Jun 26, 2024

নব্যেন্দু হাজরা: অগ্নিমূল্য বাজার! আলু বিকোচ্ছে ৩৫ টাকা কেজি দরে। পিঁয়াজ ছুঁয়েছে কেজি প্রতি প্রায় ৪৫ টাকা। আদা-রসুনের দাম ২০০- র নিচে নামেনি বহুদিন যাবৎ। ঝাল বাড়িয়ে কাঁচালঙ্কাও পার করেছে সেঞ্চুরি। এই পরিস্থিতিতে রাজ্যবাসীর পাশে দাঁড়াল রাজ্য সরকার। ১১টি নতুন ভ্রাম্যমান সুফল বাংলা বিপণি চালু করল তারা।

Advertisement

জানা গিয়েছে, লেক মার্কেট, সল্টলেক, রাজারহাট-সহ বিভিন্ন এলাকায় চালু হল লেক মার্কেট, সল্টলেক, রাজারহাট-সহ বিভিন্ন এলাকা। প্রয়োজনে আরও কয়েক বিপণি চালু করা হতে পারে বলেও জানানো হয়েছে। রাজ্যে ইতিমধ্যে ৪৬৮টি সুফল বাংলা স্টল রয়েছে। এবার তীব্র দাবদাহ এবং আবহাওয়ার খামখেয়ালিপনার জেরে ক্ষতি হয়েছে চাষের। ফলে সবজির দাম আকাশ ছোঁয়া। মধ্যবিত্তের হেঁশেলে আগুন ধরেছে। সেই ছ্যাঁকা থেকে রেহাই দিতেই সুফল বাংলায় খোলা বাজারের তুলনায় অন্তত ১০-২০ শতাংশ কম দামে মিলছে সবজি।

[আরও পড়ুন: ‘সংবিধান নিয়ে ড্রামার জবাব দেবে এমার্জেন্সি’, ফের রণংদেহী কঙ্গনা]

জানা গিয়েছে, সুফল বাংলায় জ্যোতি আলু পাওয়া যাচ্ছে ২৯ টাকা কেজি দরে। পেঁয়াজ মিলছে ৪২ টাকায়। কাঁচা লঙ্কা পাওয়া যাচ্ছে ১২০ টাকা কিলো। আদা ২০০ টাকা এবং রসুন ২৪০ টাকা কেজি দরে। অন্যান্য সবজিও মিলছে যথেষ্ট কম দামে। ফলে এই অগ্নিমূল্য বাজারে সুফল বাংলা বিপণির সামনে যে লম্বা লাইন পড়বে তা বলার অপেক্ষা রাখে না।

[আরও পড়ুন: পুরুষরা সাবধান! বদলা নিতে আসছে ‘স্ত্রী’, টিজারেই শিহরণ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • লেক মার্কেট, সল্টলেক, রাজারহাট-সহ বিভিন্ন এলাকায় চালু হল লেক মার্কেট, সল্টলেক, রাজারহাট-সহ বিভিন্ন এলাকা।
  • প্রয়োজনে আরও কয়েক বিপণি চালু করা হতে পারে বলেও জানানো হয়েছে।
  • রাজ্যে ইতিমধ্যে ৪৬৮টি সুফল বাংলা স্টল রয়েছে।
Advertisement